রাজরোগ হিমোফিলিয়া, রাজপতনে হিমোফিলিয়া
জার পরিবার তথা রাশিয়ার রাষ্ট্রীয় নীতি নির্ধারণে রাসপুটিনের ছিল অগাধ ক্ষমতা। উপরন্তু ভবিষ্যৎ উত্তরাধিকারী স্বাস্থ্য নিয়ে মহামান্য জার নিকোলাস নিরন্তর বিচলিত থাকার কারনে রাষ্ট্রাচারে তাঁর ঔদাসিন্যে হয়তো রুশ জনগনের পুঞ্জিভূত ক্ষোভের কারন হয়েছিল অনেকটা। রাশিয়ার বলশেভিক বিপ্লবের পিছনে এটাও হয়তো ছিল অন্যতম কারন। যার ফলশ্রুতিতে অসুস্থ এলেক্সিস সহ পুরো জার পরিবার ও তাদের বিশ্বস্ত রাজ কর্মচারীরা বন্দী অবস্থায় হত্যাকান্ডের শিকার হন ১৭ ই জুলাই, ২০১৮ দিবাগত রাতে মস্কো থেকে ১৫০০ কিলোমিটার পূর্বে ইয়েকেতিনবার্গ শহরে।
Continue reading →