বৈজ্ঞানিক সেমিনার, সাধারণ সভা ও পরিচিতি অনুষ্ঠান
হেমাটোলজি সোসাইটির সম্মানিত সকল সদস্যবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৩০/০৩/২০১৯ ইং তারিখ রোজ শনিবার সকাল ১০.৩০ টায় ‘বৈজ্ঞানিক সেমিনার, সাধারণ সভা ও পরিচিতি অনুষ্ঠান’ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহিদুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। উক্ত অনুষ্ঠানে সোসাইটির সকল সদস্যকে অংশগ্রহনের মাধ্যমে সুন্দর ও সাফল্য মণ্ডিত করার সোসাইটির সভাপতি অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যপক মোঃ আব্দুল আজিজের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
সভার স্থানঃ সিনহা লাউঞ্জ, ঢাকা ক্লাব, শাহবাগ, ঢাকা ১০০০।
তারিখঃ ৩০শে মার্চ, ২০১৯ ইং, রোজ শনিবার।
সমায়ঃ সকাল ১০.৩০ টা।
সাধারণ সভার আলোচ্য সূচীঃ
১। শোক প্রস্তাব,
২। পূর্ববর্তী সাধারন সভার কার্যবিবরনী উপস্থাপনের অনুমতিক্রমে উপস্থাপন, পর্যালোচনা ও অনুমোদন,
৩। নির্বাহী কমিটি-২০১৬-১৯-এর সাধারন সম্পাদকের প্রতিবেদন বর্তমান সাধারণ সম্পাদক কর্তৃক উপস্থাপনের অনুমতিক্রমে উপস্থাপন,
৪। নির্বাহী কমিটি-২০১৬-১৯-এর কার্যকালীন সোসাইটির হালনাগাদ আর্থিক প্রতিবেদন বর্তমান কোষাধ্যক্ষ কর্তৃক উপস্থাপনের অনুমতিক্রমে উপস্থাপন ও অনুমোদন,
৫। ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ।
অনুষ্ঠান সূচিঃ
১০.৩০ : রেজিস্ট্রেশন
১০.৪০ : অতিথিবৃন্দের আসন গ্রহণ
১০.৪৫ : বৈজ্ঞানিক সেমিনার
স্পিকারঃ ডাঃ মোঃ কামরুল হাসান এফসিপিএস (Topic: Update on Management of CLL)
স্পিকারঃ ডাঃ সৌরভ বিশ্বাস এমডি (Topic: Update on Management of Multiple Myeloma)
চেয়ার পার্সনঃ ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) অধ্যাপক মোস্তফা আবেদিন
মডারেটরঃ ডাঃ একেএম মাইনুল ইসলাম
বিশেষজ্ঞ প্যানেলঃ অধ্যাপক আলমগীর কবির, অধ্যাপক আব্দুল আজিজ, ডাঃ আবুজাফর মোঃ সালেহ, অধ্যাপক সিরাজুল ইসলাম
১১.১৫ : চা বিরতি
১১.৩০ : সাধারণ সভা
১২.৩০ : নির্বাহী কমিটি (২০১৯-২১)-এর পরিচিতি সভা ও নবীন হেমাটোলজিস্টদের সম্বর্ধনা
অতিথিবৃন্দের আসন গ্রহন
স্বাগত ভাষণঃ অধ্যাপক আলমগীর কবির
নবনির্বাচিত নির্বাহী কমিটি (২০১৯-২১)-এর সদস্যদের পরিচিতিঃ অধ্যাপক মোঃ জলিলুর রহমান
নবীন হেমাটোলজিস্টদের সম্বর্ধনা
সাধারণ সম্পাদকের ভাষণঃ অধ্যাপক মোঃ আব্দুল আজিজ
প্রধান অতিথির ভাষণঃ অধ্যাপক মোহাম্মদ শহিদুল্লাহ, সভাপতি, বিএমডিসি
সভাপতির ভাষণঃ অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান
ধন্যবাদ জ্ঞাপনঃ ডাঃ অখিল রঞ্জন বিশ্বাস
০১.৩০ : মধ্যাহ্ন ভোজ
অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করবেন ডাঃ মোঃ হাবিবুর রহমান
Last Updated on 25/03/2019 by Editorial Staff
Comments
বৈজ্ঞানিক সেমিনার, সাধারণ সভা ও পরিচিতি অনুষ্ঠান — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>