শেষ হলো ৫ম বাংলাদেশ হেমাটোকন ২০২২

হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে শুক্রবার (৪ নভেম্বর) রাজধানীর শাহবাগস্থ হোটেলে ইন্টারকন্টিনেন্টালে আন্তর্জাতিক কনফারেন্স ‘৫ম বাংলাদেশ হেমাটেকন’ সফল ভাবে সমাপ্ত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত দিনব্যাপী বৈজ্ঞানিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষজ্ঞবৃন্দ দেশের প্রান্তিক মানুষের সুস্থতার জন্য সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিশ্চিত করতে রক্ত রোগের বিশেষ সেবার প্রসারে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোকে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন। এর ফলে রক্তের রোগসমূহের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে একটি সুস্থ জাতি উপহার দেওয়া সম্ভব বলেও মনে করেন তারা।
হেমাটোলজি সোসাইটি বাংলাদেশের সভাপতি বিশিষ্ট রক্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মো. আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মাহবুবুর রহমান বলেন, ব্লাড ক্যানসারসহ রক্ত রোগসমূহের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হেমাটোলজি বিভাগ, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ, পেডিয়াট্রিক হেমাটোলজি ও অনকোলজি বিভাগসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বিভাগীয় পর্যায়ে বিশেষায়িত ক্যানসার হাসপতালগুলো চালু হলে দেশের প্রান্তিক পর্যায়ে ক্যানসারে আক্রান্ত রোগীদের এ চিকিৎসাসেবার সুবিধা ও সুফল তাদের দোড়গোরায় পৌঁছে যাবে।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম হেমাটোলজির কার্যক্রম বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। সরকারে নেওয়া উদ্যোগ বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট কার্যক্রম সম্পূর্ণরূপে সফল করতে হেমাটোলজিস্টদের প্রতি আহ্বান জানান তিনি। এ ছাড়া দেশের সব সরকারি মেডিক্যাল কলেজে হেমাটোলজি বিভাগ চালু, সংশ্লিষ্ট বিষয়ে শূন্য পদ পূরণ, বিভিন্ন মেডিক্যাল কলেজে এ বিষয়ে উচ্চতর কোর্স চালুর বিষয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন স্বাস্থ্যের মহাপরিচালক। অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা.একেএম আমিরুল মোরশেদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম এবং হেমাটোলজি সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সিরাজুল ইসলাম প্রমুখ। ব্রিটিশ সোসাইটি ফর হেমাটোলজির সভাপতি জোস রাইট এবং যুক্তরাজ্য ও ভারত থেকে আসা বিশিষ্ট হেমাটোলজিস্টরাসেমিনারে গবেষণাপত্র উপস্থাপন করেন।
এ ছাড়া আগের দিন ৩ নভেম্বর বিকেলে শাহবাগস্থ ঢাকা ক্লাবে বৈজ্ঞানিক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এই ওয়ার্কশপে লেকচার দেন ভারতের টাটা মেমোরিয়াল ক্যান্সার সেন্টারের প্রখ্যাত চিকিৎসক প্রফেসর সুমিত গুজরাল। এতে অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন পর্যায়ের রক্তরোগ বিশেষজ্ঞবৃন্দ।

Comments
শেষ হলো ৫ম বাংলাদেশ হেমাটোকন ২০২২ — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>