রাজশাহীতে কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে ২৮ ও ২৯ জানুয়ারি ২০২২ তারিখ রাজশাহীতে এক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুইদিন ব্যাপী এ কর্মশালার প্রথম দিন ব্লাড ক্যান্সার নির্নয়ের সর্বাধুনিক পদ্ধতি সম্পর্কে আলোচনা হয়। আলোচনায় প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকাস্থ এভারকেয়ার হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞগণ। দ্বিতীয় দিনের কর্মশালায় দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিথযশা রক্তরোগ বিশেষজ্ঞবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচকবৃন্দ সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহীত দেশের আট বিভাগীয় শহরে ক্যান্সার হাসপাতাল নির্মানের উদ্যোগের প্রশংসা করেন। কিন্তু এই হাসপাতালগুলোতে ব্লাড ক্যান্সার নির্নয় ও চিকিৎসা বিষয়ক সুবিধা না থাকায় উদ্বেগ প্রকাশ করেন। তারা অবিলম্বে আলোচ্য প্রকল্পে রক্তরোগ তথা হেমাটোলজি বিভাগ অন্তর্ভুক্তির বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক আব্দুল আজিজ এবং অতিথিবৃন্দের মধ্যে ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান ও প্রতিষ্ঠতা অধ্যাপক মহিউদ্দিন আহমেদ খান, চট্টগ্রাম মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের প্রতিষ্ঠতা ও বর্তমান প্রধান অধ্যাপক গোলাম রব্বানী, রাজশাহী মেডিকেল কলেজের সাবেক বিভাগীয় প্রধান ও প্রতিষ্ঠতা ডাঃ মাইনুদ্দিন আহমেদ, ঢাকা বারডেম জেনারেল হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন ও ক্লিনিক্যাল হেমাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক তাশমিম ফারহানা দীপ্তা, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান এন্ড সার্জন্স হেমাটোলজি ফ্যাকাল্টির সেক্রেটারি অধ্যাপক ফখরুদ্দিন আহমদ, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডাঃ শফিউর রহমান এবং এভারকেয়ার হাসপাতালের মোলেকুলার বায়োলজি বিভাগের প্রধান ডাঃ মিজানুর রহমান।
দুই দিন ব্যাপী এ অনুষ্ঠানের সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মুর্শেদ জামান মিঞা ও তার বিভাগের চিকিৎসকবৃন্দ এবং সাইন্টিকফিক পার্টনার হিসেবে ছিল বীকন ফার্মার অনকোলজি বিভাগ। সাইন্টিফিক এ অনুষ্ঠানের পাশাপাশি অংশগ্রহণকারীরা গৌড়ের ঐতিহাসিক সোনা মসজিদ, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর ও সোনা মসজিদ স্থলবন্দর পরিদর্শন করেন।
Comments
রাজশাহীতে কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>