বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত

হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ প্রতি বছরের ন্যায় এবারও ৮ই মে ‘বিশ্ব থ্যালাসেমিয়া দিবস’ পালন করেছে। বিশ্ব জুড়ে থ্যালাসেমিয়া সচতনা আন্দোলনের অংশ হিসেবে প্রতিবছর ০৮ই মে এই দিবসটি পালিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘Addressing Health Inequalities Across the Global Thalassaemia Community’। করোনা মহামারীর কারণে হেমাটোলজি সোসাইটি অনলাইন লাইভ প্রোগ্রামের মাধ্যমে এবারের এ অনুষ্ঠানের আয়োজন করে। সোসাইটির সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে থ্যালাসেমিয়ার উপর বিভিন্ন তথ্য উপাত্ত এবং চিকিৎসা পদ্ধতি আলোচনা করেন ডাঃ ফাহমিদা আহমেদ, ডাঃ হুমায়রা নাজনীন এবং ডাঃ মোঃ কামরুল হাসান। আলোচকবৃন্দ বলেন যে বাংলাদেশের জনসংখ্যার প্রায় ১০-১২ শতাংশ মানুষ থ্যালাসেমিয়ার জিন বহন করছে এবং এ সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ১৯৮০ সালের এক সমীক্ষায় এই সংখ্যা ছিল মাত্র ২-৪%। অধ্যাপক ডাঃ শাহেদ আহমেদ চৌধুরী চট্টগ্রাম এলাকায় থ্যালাসেমিয়া আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা করেন। অধ্যাপক এবিএম ইউনুস এদেশে থ্যালাসেমিয়া নিয়ে কর্মরত অসংখ্য প্রতিষ্ঠান ও সংগঠনের কার্যক্রম একটি প্লাটফর্মে নিয়ে এসে ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্ব আরোপ করেন। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল সার্ভিস ব্যবস্থাপনার লাইন ডিরেক্টর ডাঃ আতাউর রহমান অনুষ্ঠানে অংশগ্রহণ করে থ্যালাসেমিয়া সম্পর্কিত সরকারী কার্যক্রম তুলে ধরেন। অধ্যাপক মোঃ আব্দুল আজিজ বিভিন্ন সরকারী হাসপাতালে থ্যালাসেমিয়ার রোগীদের চিকিৎসার জন্য স্বতন্ত্র ব্যবস্থাপনা ও বাজেটের উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাঃ এম মুর্শেদ জামান মিয়া এবং কারিগরি সহায়তায় ছিল বীকন ফার্মা লিঃ।

Comments
বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>