প্রজ্ঞাপন : নির্বাহি পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষ্যে নির্বাচন কমিশন গঠন
আগামী ০৩/০৩/২০২১ ইং তারিখ হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের বর্তমান নির্বাহি পরিষদের মেয়াদ পূর্তি হবে। এর প্রেক্ষিতে পরবর্তী নির্বাহি পরিষদ নির্বাচন উপলক্ষে সংশোধিত গঠনতন্ত্রের ধারা-৭ উপধারা-১ অনুযায়ী নির্বাহি পরিষদের ২১/১১/২০২০ ইং তারিখে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। উল্লেখ্য, বিগত ১৫-১৭ নভেম্বর, ২০২০, গঠনতন্ত্রের ২য় সংশোধনী উপলক্ষ্যে অনলাইন ভোট অনুষ্ঠিত হয়। উক্ত ভোটে ৫৮% ভোটার অংশগ্রহণ করেন এবং প্রস্তাবিত সংশোধনী ৯৮.৫% ভোটে গৃহীত হয়।
নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ নিম্নরূপঃ
১। ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) জাহিদ মাহমুদ
২। অধ্যাপক সালমা আফরোজ
৩। ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ফারুক আহমেদ
এই নির্বাচন কমিশন পরবর্তী নির্বাহি পরিষদ নির্বাচনের জন্য বিধি অনুযায়ী সমুদয় দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী এই কমিশনের জ্যেষ্ঠ্যতম সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) জাহিদ মাহমুদ প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।
Comments
প্রজ্ঞাপন : নির্বাহি পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষ্যে নির্বাচন কমিশন গঠন — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>