নির্বাহী কমিটি ২০১৯-২১ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে
হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের নির্বাহী কমিটি ২০১৯-২১ নির্বাচনের জন্য সোসাইটির গঠনতন্ত্রের ধারা ১১ উপধারা ০১ ও ০২ মোতাবেক ২২/১২/২০১৮ তারিখে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে নিম্বলিখিত ৩ (তিন) সদস্যের সমন্বয়ে ‘নির্বাচন কমিশন – ২০১৯’ গঠন করা হয়েছে। গঠনতন্ত্রের ধারা ১১ উপধারা ০১ মোতাবেক ‘নির্বাচন কমিশন – ২০১৯’-এর জেষ্ঠ্য সদস্য অধ্যাপক মোহাম্মদ জলিলুর রহমান উক্ত কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।
নির্বাচন কমিশন – ২০১৯ (নির্বাহী কমিটি ২০১৯-২১ নির্বাচন)
১। অধ্যাপক মোহাম্মদ জলিলুর রহমান | প্রধান নির্বাচন কমিশনার |
২। অধ্যাপক সালমা আফরোজ | নির্বাচন কমিশনার |
৩। ব্রিগেডিয়ার (অবঃ) অধ্যাপক ফারুক আহমেদ | নির্বাচন কমিশনার |
উল্লেখ্য যে গঠিত নির্বাচন কমিশন ০৩/০১/২০১৯ থেকে ০৩/০৩/২০১৯ ইং তারিখের মধ্যে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের নির্বাহী কমিটি (২০১৯-২১)-এর নির্বাচন পরিচালনা করবেন।
[pdf-embedder url=”http://hematologybd.org/wp-content/uploads/securepdfs/2018/12/Election-Commission_2019.pdf” title=”Election Commission_2019″]Last Updated on 06/01/2019 by Editorial Staff
Comments
নির্বাহী কমিটি ২০১৯-২১ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>