নির্বাহী কমিটি(২০১৬-২০১৮) এর ৭ম সভার (সংশোধিত) নোটিশ
হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ এর নির্বাহী কমিটি (২০১৬-২০১৮) এর সম্মানিত সকল সদস্য বৃন্দের অবগতির জন্য জানাচ্ছি যে, আগামী ১০ ফেব্রুয়ারি, ২০১৮ ইং তারিখ, রোজ শনিবার দুপুর ১২.০০ টায় নির্বাহী কমিটির সভা আহ্বান করা হয়েছে। সভায় নির্বাহী কমিটি (২০১৬-২০১৮) এর সকল সদস্যবৃন্দকে উপস্থিত থেকে সভার কার্যক্রমে অংশগ্রহনের বিনীত অনুরোধ করা হলো।
সভার স্থানঃ ক্লাস রুম, হেমাটোলজি বিভাগ, ব্লক- ডি, ১৫ তলা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, শাহাবাগ ঢাকা।
তারিখঃ শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৮।
সময়ঃ দুপুর ১২.০০টা।
আলোচ্য বিষয় সমূহঃ
১. পূর্ববর্তী সভার কার্য্যবিবরনী পাঠ ও অনুমোদন,
২. বাৎসরিক কর্মপরিকল্পনা প্রনয়ন
৩. কনফারেন্সের সহ ৩১ ডিসেম্বর পর্যন্ত হিসাব উপস্থাপন
৪. স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক গৃহীত থ্যালাসেমিয়া নির্মূল প্রকল্প সংক্রান্ত আলোচনা
৫. জার্ণাল এর ২য় এবং ৩য় ইস্যু ছাপানো সংক্রান্ত
৬. বিবিধ ।
অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান
সাধারন সম্পাদক
হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ
মোবাইলঃ ০১৯১১৮৪০০৯৫
ই-মেইলঃ drmahbub_87@yahoo.com
স্মারক নং: হেসোবা/র্নিকসভা/৩৯-২০১৬-২০১৮ তারিখঃ ১২/০১/২০১৮ ও হেসোবা/র্নিকসভা/৪২-২০১৬-২০১৮ তারিখঃ ২২/০১/২০১৮
Comments
নির্বাহী কমিটি(২০১৬-২০১৮) এর ৭ম সভার (সংশোধিত) নোটিশ — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>