নির্বাহি পরিষদ নির্বাচন ২০২১: চূড়ান্ত ফলাফল ঘোষণা
আজ ০৬/০২/২০২১ ইং তারিখ হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের নির্বাহি পরিষদের (২০২১-২৩) বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) জাহিদ মাহমুদের নেতৃত্বে গঠিত তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন এই নির্বাচনের আয়োজন করে। নির্বাচনে মোট ৩৩ জন প্রার্থী বিভিন্ন পদে প্রার্থী হয়েছিলেন। তাদের মধ্যে দপ্তর সম্পাদক পদে ডাঃ সাক্বি মোঃ আব্দুল বাক্বি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে নির্বাচনের জন্য মোট ১২১ জন ভোটারের মধ্যে ১০১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের ফলাফল অনুসারে নিম্নবর্নিত প্রার্থীদেরকে চূড়ান্ত ভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
সভাপতি | : | অধ্যাপক মোঃ আব্দুল আজিজ |
সহ-সভাপতি | : | ১. কর্ণেল (অবঃ) আব্দুল হাই, ২. অধ্যাপক আলমগীর কবির |
সাধারণ সম্পাদক | : | অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম |
যুগ্ম সাধারণ সম্পাদক | : | ১. ডাঃ এম মুর্শেদ জামান মিঞা, ২. ডাঃ মোঃ আদনান হাসান মাসুদ |
কোষাধ্যক্ষ | : | ডাঃ আমিন লুৎফুল কবির |
সংগঠনিক সম্পাদক | : | ডাঃ মোহাম্মদ ওয়াসিম |
বিজ্ঞান বিষয়ক সম্পাদক | : | ডাঃ জুলফিয়া জিনাত চৌধুরী |
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক | : | ডাঃ মুজাহিদা রহমান |
প্রচার ও প্রকাশনা সম্পাদক | : | ডাঃ মোঃ কামরুল হাসান |
দপ্তর সম্পাদক | : | ডাঃ সাক্বি মোঃ আব্দুল বাক্বি |
সদস্য | : | ১. ডাঃ মুনিম আহমেদ, ২. ডাঃ হুমায়রা নাজনীন, ৩. ডাঃ মুহাম্মদ নুরুল ফরহাদ, ৪. ডাঃ নাসীব মুহাম্মদ ইরশাদুল্লাহ্, ৫. ডাঃ মাহবুবা শারমীন, ৬. ডাঃ মোঃ কামরুল হাসান, ৭. ডাঃ খাজা আমিরুল ইসলাম। |
গঠনতন্ত্রের ধারা ৬ উপধারা ২ এবং ধারা ৭ উপধারা ৬ অনুযায়ী নির্বাচিত নবনির্বাচিত নির্বাহি পরিষদ আরও তিন জন সদস্য মনোনীত করবেন।
Last Updated on 05/08/2021 by Editorial Staff
Comments
নির্বাহি পরিষদ নির্বাচন ২০২১: চূড়ান্ত ফলাফল ঘোষণা — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>