হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের নির্বাহি কমিটির নির্বাচন সম্পন্ন
Haematology Society of BangladeshPosted on by Editorial Staff
হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের নির্বাহি কমিটি ২০১৯-২১ মেয়াদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে অধ্যাপক মাহবুবুর রহমান সভাপতি এবং অধ্যাপক আব্দুল আজিজ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আজ ১৯শে ফেব্রুয়ারি, ২০১৯, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের ক্লাসরুমে সকাল ৯.০০ টা থেকে বেলা ১.০০ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হয়। সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও বিজ্ঞান বিষয়ক সম্পাদকের প্রতিটির একটি করে পদে এবং যুগ্ম সাধারণ সম্পাদকের দুইটি পদে নির্বাচনের জন্য ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ৯৫ জন ভোটারের মধ্যে ৭৩ জন (৭৬.৮%) ভোটার অংশগ্রহণ করেন।
যুগ্ম সাধারণ সম্পাদকের দুটি পদের নির্বাচনে তিন জন প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। ডাঃ আদনান হাসান মাসুদ এক ভোটের ব্যাবধানে এগিয়ে থাকলেও অপর দুইজন প্রার্থী ডাঃ অখিল রঞ্জন বিশ্বাস ও ডাঃ মোহাম্ম দ আলী সমান সংখ্যক ভোট পান। ডাঃ মোহাম্ম দ আলী স্বেচ্ছায় তার প্রতিদ্বন্দ্বী ডাঃ অখিল রঞ্জন বিশ্বাসকে নির্বাচিত ঘোষণার অনুরোধ জানালে নির্বাচন কমিশন ডাঃ অখিল রঞ্জন বিশ্বাসকে নির্বাচিত ঘোষণা করেন। উল্লেখ্য, তফসীল ঘোষণার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সহসভাপতি ২ জন, সাংগঠনিক সম্পাদক ১ জন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ১ জন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ১ জন, দপ্তর সম্পাদক ১ জন এবং সাধারণ সদস্য ৬ জন ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাতটি সদস্য জন্য ছয়জন মনোনয়ন পত্র দাখিল করেন এবং ছয়জনেরই মনোনয়ন পত্র গৃহীত হওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অপর একটি পদের জন্য পুনঃতফসিল ঘোষণা করা হয়েছে।
নবনির্বাচিত নির্বাহি কমিটি ও তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিম্নরূপঃ
পদের নাম
নির্বাচিত প্রার্থী
প্রতিদ্বন্দ্বী প্রার্থী
১।
সভাপতি
অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান
অধ্যাপক মাসুদা বেগম (২য়)
অধ্যাপক মহিউদ্দিন আহমেদ খান (৩য়)
ডাঃ সালাহ উদ্দিন শাহ (৪র্থ)
২।
সহ-সভাপতি
অধ্যাপক (ব্রিগ. জেনারেল) একেএম মোস্তফা আবেদিন
অধ্যাপক আলমগির কবির
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
৩।
সাধারণ সম্পাদক
অধ্যাপক আব্দুল আজিজ
অধ্যাপক সিরাজুল ইসলাম
৪।
যুগ্ম সাধারণ সম্পাদক
ডাঃ অখিল রঞ্জন বিশ্বাস
ডাঃ আদনান হাসান মাসুদ
ডাঃ মোহাম্মদ আলী
(সমসংখ্যক ভোট পাওয়ায় স্বেচ্ছায় ডাঃ অখিল রঞ্জন বিশ্বাসকে নির্বাচিত ঘোষণার অনুরোধ জানানোর প্রেক্ষিতে)
৫।
কোষাধ্যক্ষ
ডাঃ আমীন লুৎফুল কবীর
ডাঃ মোঃ রফিকুজ্জামান খান
৬।
সাংগঠনিক সম্পাদক
ডাঃ মোঃ হাবিবুর রহমান
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
৭।
বিজ্ঞান বিষয়ক সম্পাদক
ডাঃ একেএম মাইনুল ইসলাম
ডাঃ মাফরুহা আক্তার
৮।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
ডাঃ মোহাম্মদ ওয়াসিম
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
৯।
প্রচার ও প্রকাশনা সম্পাদক
ডাঃ মোঃ কামরুল হাসান
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
১০।
দপ্তর সম্পাদক
ডাঃ মোঃ আশরাফুল হক চৌধুরী
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
১১।
সদস্য
ডাঃ মাইনুদ্দিন আহমেদ
লেঃ কর্ণেল (অবঃ) ডাঃ রোখসানা খানম
অধ্যাপক কর্ণেল মিজানুর রহমান
ডাঃ মোঃ রেজাউল করিম চৌধুরী
ডাঃ এম মোর্শেদ জামান মিয়া
ডাঃ মুহাম্মদ নুরুল ফরহাদ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
সোসাইটির বয়ঃজেষ্ঠ্য সদস্য ও সাবেক সভাপতি অধ্যাপক জলিলুর রহমানের নেতৃত্বে গঠিত নির্বাচন কমিশন এই নির্বাচন পরিচালনা করেন। কমিশনের অপর দুই সদস্যবৃন্দ হলেন অধ্যাপক সালমা আফরোজ ও অধ্যাপক (ব্রিগঃ জেনারেল (অবঃ)) ফারুক আহমেদ।
Comments
হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের নির্বাহি কমিটির নির্বাচন সম্পন্ন — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>