নির্বাচন ২৩ঃ খসড়া ভোটার তালিকা প্রকাশ
হেমাটোলজি সোসাইটির আগামী নির্বাহী পরিষদ নির্বাচন ২০২৩ উপলক্ষ্যে নির্বাচন কমিশন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি খসড়া ভোটার তালিকা প্রণয়ন করেছেন। উক্ত তালিকা সোসাইটির অফিসিয়াল ইমেইল এড্রেস office@hematologybd.org থেকে সকল সদস্যদের নিকট ব্যক্তিগত ইমেইলের মাধ্যমে পাঠানো হয়েছে। এই তালিকায় কোন রূপ ভুল সংশোধন, পরিমার্জন বা পরিবর্ধনের প্রয়োজন হলে আগামী ১৭ জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে একই ইমেইল এড্রেসে (office@hematologybd.org) রিপ্লাই আকারে জানানোর জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে। উক্ত সময়ের মধ্যে প্রাপ্ত সংশোধনী প্রস্তাব প্রাপ্তির পর একটি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর আর কোন সংশোধনী গ্রহণযোগ্য হবেনা।
উল্লেখ্য, সোসাইটির নির্বাহি পরিষদ ২ বছরের জন্য সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকে। আগামী ০৩/০৩/২০২৩ ইং তারিখ হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের বর্তমান নির্বাহি পরিষদের মেয়াদ পূর্তির প্রেক্ষিতে পরবর্তী নির্বাহি পরিষদ নির্বাচন পরিচালনার জন্য গঠনতন্ত্রের ধারা-৭ উপধারা-১ ও ২ অনুযায়ী বর্তমান নির্বাহি পরিষদ (২০২১-২৩)-এর ২৭/১২/২০২২ ইং তারিখেে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের সদস্যবৃন্দ হলেন –
১। ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) জাহিদ মাহমুদ- প্রধান নির্বাচন কমিশনার
২। অধ্যাপক সালমা আফরোজ – নির্বাচন কমিশনার
৩। ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ফারুক আহমেদ – নির্বাচন কমিশনার।
Last Updated on 15/01/2023 by Editorial Staff
Comments
নির্বাচন ২৩ঃ খসড়া ভোটার তালিকা প্রকাশ — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>