ডাঃ আব্দুর রকিব খানের হত্যাকাণ্ডে ‘হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ’-এর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ
রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্বজনদের বর্বরোচিত হামলায় বাগেরহাট সরকারি মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট টেনিং স্কুলের (ম্যাটস) অধ্যক্ষ ডাঃ আব্দুর রকিব খান (৫৯)-এর হত্যাকাণ্ডে ‘হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ’ তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছে।
জানা যায়, গত ১৫ ই জুন এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্বজনরা অন্যায়ভাবে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় এবং মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে ৬ টায় খুলনার শেখ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সোসাইটি গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে শুধুমাত্র সন্দেহ ও ক্ষোভের বশবর্তী হয়ে এদেশের চিকিৎসকবৃন্দ দীর্ঘদিন থেকে বারবার হামলার শিকার হচ্ছে। কোনরূপ তদন্ত ও বিচার প্রক্রিয়া ছাড়াই আইন হাতে তুলে নেয়ার এই প্রক্রিয়া কোন ভাবেই কাম্য হতে পারেনা। সরকারি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিরাপদ সেবা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার কোন বিকল্প নাই।
হেমাটোলজি সোসাইটি ডাঃ রকিবের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে। একই সাথে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সময়োপযোগী আইন প্রণয়ন করতে চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের দাবীর প্রতি অত্র সোসাইটি একমত পোষণ করছে।
Last Updated on 23/07/2020 by Editorial Staff
Comments
ডাঃ আব্দুর রকিব খানের হত্যাকাণ্ডে ‘হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ’-এর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>