হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের ২০২৩-২৫ মেয়াদের নির্বাহী পরিষদ নির্বাচনের লক্ষ্যে তফশিল ঘোষণা
হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ-এর বর্তমান নির্বাহি পরিষদের মেয়াদপূর্তিতে পরিষদের ১৯ (উনিশ) টি পদে ২০২৩-২৫ মেয়াদে নির্বাচনের লক্ষ্যে এ উদ্দেশ্যে গঠিত নির্বাচন কমিশন আজ ১৮/০১/২০২৩ ইং তারিখে তফসীল ঘোষণা করেছে। প্রধান নির্বাচন কমিশনার ব্রি: জে: (অব:) জাহিদ মাহমুদ এবং অপর দুই কমিশনার ব্রি: জে: (অব:) ফারুক আহমেদ ও অধ্যাপক সালমা আফরোজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আজ এই তফসীল ঘোষণা করা হয়। নির্বাচনী তফসীল এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রত্যেক ভোটারের ব্যক্তিগত ইমেইল যোগে প্রেরণ করা হয়েছে। নীচে তফসীলের বিস্তারিত দেয়া হলো।
নিবাচন যোগ্য পদসমূহের নামঃ মোট পদ সংখ্যা ১৯ (উনিশ)
পদের নাম | পদসংখ্যা | ||
---|---|---|---|
১. | সভাপতি | : | ১ (এক) |
২. | সহ-সভাপতি | : | ২ (দুই) |
৩. | সাধারণ সম্পাদক | : | ১ (এক) |
৪. | যুগ্ম সাধারণ সম্পাদক | : | ২ (দুই) |
৫. | কোষাধ্যক্ষ | : | ১ (এক) |
৬. | সংগঠনিক সম্পাদক | : | ১ (এক) |
৭. | বিজ্ঞান বিষয়ক সম্পাদক | : | ১ (এক) |
৮. | আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক | : | ১ (এক) |
৯. | প্রচার ও প্রকাশনা সম্পাদক | : | ১ (এক) |
১০. | দপ্তর সম্পাদক | : | ১ (এক) |
১১. | সদস্য | : | ০৭ (সাত) |
তারিখ সমূহঃ
১. | মনোনয়ন (নমিনেশন) পত্র সংগ্রহ ও জমা দেয়া শুরু | : | ২১শে জানুয়ারি ২০২৩ ইং |
২. | মনোনয়ন (নমিনেশন) পত্র সংগ্রহ ও জমা দেয়ার শেষ তারিখ | : | ২৬শে জানুয়ারি ২০২৩ ইং |
৩. | যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ | : | ১লা ফেব্রুয়ারি ২০২৩ ইং |
৪. | মনোনয়ন (নমিনেশন) পত্র প্রতাহারের শেষ তারিখ | : | ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ইং |
৫. | চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও ব্যালট নম্বার প্রদান | : | ০৮ জানুয়ারি ২০২৩ ইং |
৬. | ভোট গ্রহণের তারিখ ও সময় | : | ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ইং সকাল ০৯.০০ টা থেকে বিকেল ৪.০০ টা পর্যন্ত |
৭. | ফলাফল প্রকাশ | : | ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ইং |
ভোট গ্রহণের স্থানঃ
রুম নং-৩০১,৩০২, ব্লক-সি, বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান্স এন্ড সার্জন্স,
৬৭, শহীদ তাজ উদ্দিন আহমেদ সরণি, মহাখালী, ঢাকা ১২১২
নির্বাচন প্রক্রিয়া ও বিধি সমূহঃ
১. | কেবলমাত্র হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ-এর আজীবন ও সাধারণ সদস্যগন ভোটাধিকার প্রদান করতে পারবেন। |
২. | কেবলমাত্র হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ-এর আজীবন সদস্যগন উপরোক্ত পদ সমুহে প্রার্থী হতে পারবেন এবং এই তফসিল ঘোষণার তারিখে সংশ্লিষ্ট প্রার্থীকে সোসাইটির আজীবন বা সাধারণ সদস্য হিসেবে কমপক্ষে এক বছর অতিবাহিত হতে হবে। |
৩. | এই তফসীল ঘোষনার তারিখে সভাপতি পদ প্রার্থীকে কমপক্ষে দশ বছর এবং সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদ প্রার্থীকে কমপক্ষে আট বছর পুর্বে হেমাটোলজিতে ডিগ্রি প্রাপ্ত হতে হবে। |
৪. | একজন প্রার্থী কেবলমাত্র ১ (এক) টি পদে মনোনয়ন (নমিনেশন) পত্র জমা দিতে পারবেন। |
৫. | কমিশন কর্তৃক নির্ধারিত ফরমে এক জন ভোটারের প্রস্তাবে ও অপর একজনের সমর্থনে প্রার্থীর স্বাক্ষর সহ মনোনয়ন পত্র জমা দিতে হবে। কোন পদের নির্বাচন যোগ্য পদ সংখ্যার অতিরিক্ত সংখ্যক প্রার্থীকে প্রস্তাব অথবা সমর্থন করা যাবে না। সে ক্ষেত্রে একই ব্যাক্তি কর্তৃক এরূপ প্রস্তাবিত ও সর্মথিত সকল প্রার্থীর নমিনেশন বাতিল বলে গণ্য হবে। |
৬. | প্রার্থীগন প্রতিটি মনোনয়ন পত্রের জন্য নগদ ১০০ (এক শত) টাকার বিনিময়ে ২১শে জানুয়ারী ২০২৩ ইং থেকে ২৬ জানুয়ারী ২০২৩ ইং জানুয়ারী প্রতিদিন সকাল ৮.০০ টা থেকে বেলা ২.০০ টা পর্যন্ত নির্বাচনী অফিস থেকে মনোনয়ন পত্র সংগ্রহ এবং একই অফিসে জমা দিতে পারবেন। |
৭. | প্রত্যেক প্রার্থীকে প্রতিটি মনোনয়ন পত্র জমা দেয়ার সময় নগদ এককালীন ১০০০ (এক হাজার) টাকা অফেরৎযোগ্য জামানত প্রদান করতে হবে। কোন পে-অর্ডার/ব্যাংক ড্রাফট গ্রহন করা হবে না। মনোনয়ন পত্র ক্রয় রশিদ (১০০/-) একই সাথে মনোনয়ন পত্রের সাথে জমা দিতে হবে। |
৮. | একজন প্রার্থী নিজে উপস্থিত হয়ে অথবা তার ক্ষমতা প্রাপ্ত প্রতিনিধি উপস্থিত হয়ে মনোনয়ন পত্র অথবা প্রার্থিতা প্রত্যাহার পত্র নির্বাচনী অফিসে জমা দিবেন। প্রতিনিধির মাধ্যমে মনোনয়ন পত্র বা প্রার্থিতা প্রত্যাহার পত্র জমাদানের ক্ষেত্রে প্রার্থী কর্তৃক স্বাক্ষরিত ক্ষমতা প্রদান সংক্রান্ত জবানী মনোনয়ন পত্র বা প্রার্থিতা প্রত্যাহার পত্রের সাথে থাকতে হবে। |
৯. | কোন পদে একক প্রার্থী থাকলে কমিশন চুডান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন প্রাথমিকভাবে এবং চুড়ান্ত ফলাফল প্রকাশের সময় আনুষ্ঠানিকভাবে উক্ত একক প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত বলে ঘোষণা করতে পারবে। এ ছাড়াও কোন পদে কোন প্রার্থিতা জমা না পড়লে গঠনতন্ত্রের ধারা ০৭ উপধারা ০৫(০৩) অনুযায়ী কমিশন শুধুমাত্র উক্ত শূন্য পদের জন্য পূনঃ তফসিল ঘোষণা করবেন। |
১০. | ব্যালট পেপারে প্রতিদ্বন্দী প্রার্থীদের ব্যালট নম্বর জেষ্ঠতার ভিতিত্তে নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে গঠনতন্ত্রের ধারা ০৭ এর উপধারা ০৭ মোতাবেক জেষ্ঠতা নির্ধারিত হবে। |
১১. | দেশে অবস্থানরত ভোটারবৃন্দ ভোট গ্রহণের দিন নির্ধারিত সময়ের মধ্যে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করবেন। |
১২. | কেবলমাত্র বিদেশে অবস্থানরত ভোটারবৃন্দ ‘ডাকযোগে ভোটপ্রদান’-এর জন্য চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখের মধ্যে নির্ধারিত ইমেইল বা রেজিষ্ট্রার্ড চিঠির মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে নির্বাচন কমিশন ব্যাখ্যায় সন্তুষ্ট হলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর ইমেইল যোগে ব্যালট প্রেরণ করবে। উক্ত ব্যালট পেপার ডাউনলোড ও প্রিন্ট পূর্বক যথানিয়মে ভোট প্রদান করতঃ ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ইং বেলা ২.০০ ঘটিকার মধ্যে রেজিষ্ট্রার্ড ডাকযোগে নির্বাচন কমিশন অফিসে পৌছাতে হবে। ডাকযোগে ভোট প্রদানের ক্ষেত্রে ত্রুটির জন্য কমিশন দায়ি থাকবেনা এবং এর ডাক খরচ কমিশন বহন করবে না। নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট না পৌঁছালে ভোট বাতিল বলে গন্য হবে এবং এ ক্ষেত্রে কোন আবেদন গ্রহণ যোগ্য হবে না। |
১৩. | কোন ভোটারের যৌক্তিক আবেদনের প্রেক্ষিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পরদিন থেকে ভোট গ্রহণের আগের দিন পর্যন্ত কমিশন অফিসে প্রধান নির্বাচন কমিশনারের নিকট সশরীরে উপস্থিত হয়ে অগ্রীম ভোট জমা দিতে পারবেন। |
১৪. | ডাকযোগে এবং অগ্রিম প্রদত্ত ভোটসমূহ পূর্ণ গোপনীয় খামে নির্বাচন কমিশন অফিসে জমা দিতে হবে এবং সেসব ব্যালট কেবলমাত্র চূড়ান্ত ভোট গণনার সময়েই প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাদের মনোনীত প্রতিনিধিদের সম্মুখে খোলা হবে। |
১৫. | ভোটাধিকার প্রয়োগে গোপনীয়তা বজায় রাখার উদ্দেশ্যে কোন ভোটার ভোট কেন্দ্রের অভ্যন্তরে মোবাইল ফোন বা ক্যামেরা বা অনুরূপ কোন ইলেক্ট্রনিক সামগ্রী বহন করতে পারবেন না, বা ব্যালট পেপারে নিজের বা অন্য কারও নাম লিখতে পারবেন না বা স্বাক্ষর করতে পারবেননা, বা নির্দিষ্ট টিক চিহ্নের বাইরে অন্য কোন দাগ বা চিহ্ন রাখতে পারবেন না। এর অন্যথা হলে কমিশন সংশ্লিষ্ট ভোটারের ব্যালট বাতিল করতে পারবে। |
১৬. | একাধিক সংখ্যা বিশিষ্ট পদসমূহে নির্বাচনযোগ্য পদসংখ্যার সমান সংখ্যক ভোট প্রদান করতে হবে। অর্থাৎ সহ-সভাপতি ও যুগ্ম-সাধারণ সম্পাদক পদসমূহে দুইটি করে এবং সদস্য পদে সাতটি ভোট প্রদান করতে হবে। এ সমস্ত পদে ভোট সংখ্যা পদসংখ্যার কম বা বেশি হলে উক্ত পদে সংশ্লিষ্ট ভোটারের ভোট বাতিল বলে গণ্য হবে। |
১৭. | কোন পদে একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমান ভোট পেলে ধারা ০৭-এর উপধারা-০৭ মোতাবেক সোসাইটির জেষ্ঠ্যতার নীতি অনুযায়ী জেষ্ঠ্য প্রার্থী বিজয়ী বলে বিবেচিত হবেন। |
১৮. | চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ইং সকাল ০৯.০০ টা পর্যন্ত ব্যাক্তিগতভাবে, মোবাইল ম্যাসেজ, ইমেইল, ব্যক্তিগত ফেসবুক একাউন্ট বা চিঠির মাধ্যমে নির্বাচনী প্রচার চালানো যাবে এবং যৌথ বা ব্যাক্তিগতভাবে নির্বাচনী ইশতেহার প্রকাশ করা যাবে। প্রচারে কোন প্রকার সভা, সেমিনার বা সিম্পোজিয়াম আয়োজন, পোষ্টার বা লিফলেট ছাপানো, এবং ভোটারকে অনৈতিক প্রস্তাব প্রদান বা ভয় ভীতি প্রদর্শন করা যাবে না। এই ধরনের কার্যকলাপের ক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যাক্তি প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত আবেদন করতে পারবেন। নির্বাচন কমিশন যুক্তিসঙ্গত ক্ষেত্রে স্বতঃ প্রনোদিত হয়ে অথবা আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রার্থীর বিরুদ্ধে প্রার্থীতা বাতিল সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। |
১৯. | যে কোন প্রকার নির্বাচনী বিবাদ গঠনতন্ত্রের ধারা ০৭ এর উপধারা ০৮ মোতাবেক মিমাংসা করা হবে। |
যোগাযোগ মাধ্যমঃ ভোটার বা প্রার্থীগনকে কমিশন বা নির্বাহি পরিষদের সাথে যোগাযোগের ক্ষেত্রে office@hematologybd.org ইমেইল ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো। নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশন কর্তৃক সকল নোটিশ, ঘোষণা বা প্রজ্ঞাপন সোসাইটির নিজস্ব ওয়েবসাইট https://hematologybd.org -এ প্রকাশিত হবে এবং office@hematologybd.org ইমেইল যোগে ভোটারদের নিকট প্রেরিত হবে।
নির্বাচন কমিশন অফিসের ঠিকানাঃ প্যাথলজি ল্যাবরেটরি, লেভেল-২, ইউনাইটেড হাসপাতাল লিঃ, প্লট-১৫, রোড-৭১, গুলশান-২, ঢাকা ১২১২।
Last Updated on 13/02/2023 by Editorial Staff
Comments
হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের ২০২৩-২৫ মেয়াদের নির্বাহী পরিষদ নির্বাচনের লক্ষ্যে তফশিল ঘোষণা — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>