হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ নির্বাচন ২০১৯=এর পুনঃতফসিল
হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের নির্বাহি কমিটি নির্বাচনের জন্য বিগত ০৫/০১/২০১৯ ইং তারিখে ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে সদস্য পদে মোট ৬ টি মনোনয়ন পত্র জমা হয়। কোন প্রার্থী বাতিল না হওয়া ও প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত কোন প্রার্থী প্রত্যাহার না করায় ৬ জন প্রার্থী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সদস্য পদ মোট ৭ টি হওয়ায় একটি শূন্য পদের নির্বাচনের জন্য নির্বাচন কমিশন নিম্নরূপ পুনঃতফসিল ঘোষণা করেছেন।
১ | পুনঃতফসিল ঘোষণার তারিখঃ | ১০ই ফেব্রুয়ারি, ২০১৯ ইং |
২ | নির্বাচনযোগ্য পদের নামঃ | নির্বাহি কমিটির একটি সদস্য পদ |
৩ | মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখঃ | ২০শে ফেব্রুয়ারি, ২০১৯ ইং |
৪ | মনোনয়ন পত্র যাচাই ও যোগ্য প্রার্থী তালিকা প্রকাশঃ | ২১শে ফেব্রুয়ারি, ২০১৯ ইং |
৫ | মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখঃ | ২২শে ফেব্রুয়ারি, ২০১৯ ইং |
৬ | চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও ব্যালট নম্বর প্রদানঃ | ২২শে ফেব্রুয়ারি, ২০১৯ ইং |
৭ | ভোট গ্রহণের তারিখ ও সময়ঃ | ৩রা মার্চ, ২০১৯ ইং সকাল ০৯.০০ টা থেকে বেলা ১.০০ টা |
৮ | ফলাফল প্রকাশঃ | ৩রা মার্চ, ২০১৯ ইং |
ভোট গ্রহণের স্থানঃ ক্লাস রুম, হেমাটোলজি বিভাগ, বিএসএমএমইউ, শাহবাগ, ঢাকা।
নির্বাচনী অফিসের ঠিকানাঃ প্যাথলজি বিভাগ, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, ২/১, রিং রোড শ্যামলী, ঢাকা ১২১৭।
নির্দেশনাঃ
১। কেবলমাত্র হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের আজীবন সদস্যগন গঠনতন্ত্রের ধারা ১১-এর উপধারা ০৪ (২) মোতাবেকে উপরোক্ত পদ সমূহে প্রার্থী হতে পারবেন এবং আজীবন ও সাধারণ সদস্যগন ভোটাধিকার প্রদান করতে পারবেন।
২। চূড়ান্ত ভোটার তালিকা এবং নির্বাচনে অংশগ্রহণের যোগ্য সদস্য তালিকা একই থাকবে এবং নতুন করে এরূপ কোন তালিকা প্রকাশ করা হবে না। ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বতায় নির্বাচিত এবং আগামী ১৯শে ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে বিজয়ী কোন প্রার্থী এই নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। ব একজন প্রার্থী প্রাথমিকভাবে ১ (এক) টি পদে মনোনয়ন (নমিনেশন) পত্র জমা দিতে পারবেন।
৩। হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের গঠনতন্ত্রের ধারা ১১-এর উপধারা ০৫ (২) মোতাবেক একজন প্রার্থীর ১ (এক) জন প্রস্তাবক ও ১ (এক) জন সমর্থক থাকবে। একই ব্যক্তি একাধিক ব্যক্তিকে প্রস্তাব অথবা সমর্থন করতে পারবেন না। অন্যথা হলে একই ব্যক্তি কর্তৃক প্রস্তাবিত ও সমর্থিত সকল প্রার্থীর নমিনেশন বাতিল বলে গণ্য হবে।
৪। প্রত্যেক প্রার্থী অথবা প্রার্থীর বাহক প্রতিটি মনোনয়ন পত্রের জন্য নগদ ১০০ (একশত) টাকার বিমিময়ে ০৬ই ফেব্রুয়ারি, ২০১৯ ইং থেকে ২০শে ফেব্রুয়ারি, ২০১৯ ইং সকাল ১১.০০ টা পর্যন্ত নির্বাচনী অফিস থেকে মনোনয়ন পত্র (নমিনেশন পেপার) ক্রয় করতে পারবেন।
৫। প্রত্যেক প্রার্থীকে প্রতিটি মনোনয়ন পত্র (নমিনেশন পেপার) জমা দেয়ার সময় নগদ এককালীন ১,০০০ (এক হাজার) টাকা অফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে। কোন পে-অর্ডার/ব্যাংক ড্রাফট গ্রহণ করা হবে না। অফেরতযোগ্য জামানত জমা দেয়ার রশিদের কপি মনোনয়ন পত্রের (নমিনেশন পেপারের) সাথে জমা দিতে হবে। মনোনয়ন পত্র (নমিনেশন পেপার) জমা দেয়ার শেষ সময় দুপুর ০১.০০ টা, ২০শে ফেব্রুয়ারি, ২০১৯ ইং। মনোনয়ন পত্র (নমিনেশন পেপার) ব্যক্তিগতভাবে হাজির হয়ে অথবা ক্ষমতা প্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে নির্বাচনী অফিসে জমা দিতে হবে। ক্ষমতা প্রাপ্ত প্রতিনিধিকে লিখিত ক্ষমতা পত্র প্রদান করতে হবে।
৬। মনোনয়ন পত্র (নমিনেশন পেপার) অথবা প্রার্থিতা প্রত্যাহার পত্র ব্যক্তিগতভাবে হাজির হয়ে অথবা ক্ষমতা প্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে নির্বাচনী অফিসে জম দিতে হবে। ক্ষমতা প্রাপ্ত প্রতিনিধিকে অবশ্যই নির্বাচন কমিশন নির্ধারিত ফর্মে লিখিত ক্ষমতা পত্র প্রদান করতে হবে।
৭। নির্বাচন কালীন সময় নির্বাচন কমিশন ই-মেইল ঠিকানা হিসেবে hematologybd2@gmail.com এবং সোসাইটির ওয়েবসাইট hematologybd.org ব্যবহার করবে।
৮। উক্ত ই-মেইল এড্রেস হতে প্রত্যেক সদস্যের কাছে ই-মেইলের মাধ্যমে তফসিলের ঘোষণা, খসড়া ভোটার তালিকা ও নির্বাচনযোগ্য প্রার্থীর তালিকা, চুড়ান্ত ভোটার তালিকা, বৈধ প্রার্থীর তালিকা, চুড়ান্ত প্রার্থী তালিকা এবং ফলাফল প্রেরণ করা হবে। একই সাথে তফসিলের ঘোষণা, খসড়া ভোটার তালিকা ও নির্বাচনযোগ্য প্রার্থীর তালিকা, চুড়ান্ত ভোটার তালিকা, বৈধ প্রার্থীর তালিকা, চুড়ান্ত প্রার্থী তালিকা এবং ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং ওয়েবসাইট থেকে তা ডাউনলোড করা যাবে।
৯। উক্ত একমাত্র পদে একজন মাত্র প্রার্থী থাকলে কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন উক্ত একক প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে ঘোষণা করবে।
১০। ব্যালট পেপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যালট নম্বর জ্যেষ্ঠতার ভিত্তিতে নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে গঠনতন্ত্রে ধারা ০৪-এর উপধারা ০৫(০৬) মোতাবেক জ্যেষ্ঠতা নির্ধারিত হবে।
১১। চূড়ান্ত ভোটের দিন প্রত্যেক ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে গোপন ব্যালটে ১ টি পদে ১টি ভোট প্রদান করবেন। তবে যথাযথ কারণ ব্যাখ্যা সহ ঢাকার বাইরে অবস্থানরত কোন ভোটার ০৭ই ফেব্রুয়ারি, ২০১৯ তারিখ হতে ২০শে ফেব্রুয়ারি, ২০১৯ ইং তারিখের মধ্যে রেজিষ্টার্ড ডাক যোগে ভোট প্রদানের জন্য রেজিষ্টার্ড চিঠির মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করতে পারবেন। নির্বাচন কমিশন ব্যাখ্যায় সন্তষ্ট হলে গঠনতন্ত্রের ধারা ১১-এর উপধারা ০৫(০৪) মোতাবেক দ্রুত রেজিষ্টার্ড ডাকযোগে ব্যালট প্রেরণ করবে এবং ৩রা মার্চ, ২০১৯ ইং তারিখ বেলা ০১.০০ টার মধ্যে অবশ্যই রেজিষ্টার্ড ডাকযোগে ব্যালট নির্বাচন অফিসে পৌঁছাতে হবে। রেজিষ্টার্ড ডাকযোগে প্রেরণের ত্রুটির জন্য কমিশন দায়ী থাকবেনা। নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট না পৌঁছালে ভোট বাতিল বলে গণ্য হবে এবং এ ক্ষেত্রে কোন আবেদন গ্রহণযোগ্য হবে না। শুধুমাত্র রেজিষ্টার্ড ডাকযোগে ব্যালট পেপার প্রেরণ ছাড়া ডাকযোগে ভোট প্রদানের কোন খরচ কমিশন বহন করবে না।
১২। ২২ই ফেব্রুয়ারি, ২০১৯ ইং তারিখ হতে ১লা মার্চ, ২০১৯ ইং তারিখ পর্যন্ত ব্যক্তিগতভাবে / মোবাইল মেসেজ / ই-মেইল / ব্যক্তিগত ফেসবুক পেজ ব্যবহারের মাধ্যমে নির্বাচনী প্রচার চালানো যাবে এবং যৌথ বা ব্যক্তিগত ভাবে নির্বাচনী ইশতেহার প্রকাশ করা যাবে। প্রচারে কোন প্রকার সভা / সেমিনার / সিম্পোজিয়াম আয়োজন, পোস্টার অথবা লিফলেট ছাপানো এবং ভোটারকে অনৈতিক প্রস্তাব প্রদান অথবা ভয় ভীতি প্রদর্শন করা যাবে না। এই কমিশন যুক্তিসংগত ক্ষেত্রে স্বতঃপ্রনোদিত হয়ে অথবা আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রার্থীকে নোটিশ প্রদান ও ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
১৩। যে কোন প্রকার নির্বাচনী বিবাদ গঠনতন্ত্রের ধারা ১১-এর উপধারা ০৬ মোতাবেক মীমাংসা করা হবে।
মূল প্রজ্ঞাপন এখানে
[wpdm_package id=’2600′]
Last Updated on 10/02/2019 by Editorial Staff
Comments
হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ নির্বাচন ২০১৯=এর পুনঃতফসিল — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>