হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ নির্বাচন, ২০১৯- চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের কার্যকরী পরিষদ নির্বাচনের জন্য ঘোষিত তফসীল অনুযায়ী আজ ০৬/০২/২০১৯ ইং তারিখ চূড়ান্ত প্রার্থী তালিকা ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থী তালিকা প্রকাশ করেছে। একই সাথে নমুনা ব্যালট পেপার প্রকাশ করেছে। নীচে তা দেয়া হল।
পদের নাম | ব্যালট নম্বর | প্রার্থীর নাম | মন্তব্য |
সভাপতি | ১ | অধ্যাপক মাহবুবুর রহমান | |
২ | অধ্যাপক মাসুদা বেগম | ||
৩ | অধ্যাপক মহিউদ্দিন আহমেদ খান | ||
৪ | ডাঃ মোঃ সালাহ উদ্দিন শাহ | ||
সহ-সভাপতি | ১ | ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) অধ্যাপক একেএম মোস্তফা আবেদীন | বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত |
২ | অধ্যাপক মোঃ আলমগীর কবীর | বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত | |
সাধারণ সম্পাদক | ১ | অধ্যাপক মোঃ আব্দুল আজিজ | |
২ | অধ্যাপক সিরাজুল ইসলাম | ||
যুগ্ম সাধারণ সম্পাদক | ১ | ডাঃ অখিল রঞ্জন বিশ্বাস | |
২ | ডাঃ আদনান হাসান মাসুদ | ||
৩ | ডাঃ মোহাম্মদ আলী | ||
কোষাধ্যক্ষ | ১ | ডাঃ আমীন লূৎফুল কবীর | |
২ | ডাঃ মোঃ রফিকুজ্জামান খান | ||
সাংগঠনিক সম্পাদক | ১ | ডাঃ মোঃ হাবিবুর রহমান | বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত |
বিজ্ঞান বিষয়ক সম্পাদক | ১ | ডাঃ মাফরুহা আক্তার | |
২ | ডাঃ একেএম মাইনুল ইসলাম | ||
আওন্তর্জাতিক বিষয়ক সম্পাদক | ১ | ডাঃ মোহাম্মদ ওয়াসিম | বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত |
প্রচার ও প্রকাশনা সম্পাদক | ১ | ডাঃ মোঃ কামরুল হাসান | বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত |
দপ্তর সম্পাদক | ১ | ডাঃ মোঃ আশরাফুল হক চৌধুরী | বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত |
সদস্য | ১ | ডাঃ মাইনুদ্দিন আহমেদ | বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত |
২ | লেফটেনেন্ট কর্ণেল (অবঃ) ডাঃ রোখসানা খানম | বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত | |
৩ | কর্ণেল অধ্যাপক মোঃ মিজানুর রহমান | বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত | |
৪ | ডাঃ মোঃ রেজাউল করিম চৌধুরী | বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত | |
৫ | ডাঃ এম মোর্শেদ জামান মিয়া | বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত | |
৬ | ডাঃ মুহাম্মদ নুরুল ফরহাদ | বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত |
ডাউনলোড করার জন্য ক্লিক করুন
[wpdm_package id=’2560′] [wpdm_package id=’2561′]Last Updated on 06/02/2019 by Editorial Staff
Comments
হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ নির্বাচন, ২০১৯- চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>