হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের পক্ষ থেকে এভারকেয়ার হসপিটাল ঢাকার হেমাটোলজি ও বোনমেরো ট্রান্সপ্লান্ট সেন্টারের ৭ম বর্ষপূর্তিতে শুভেচ্ছা
১৮ মার্চ ২০২৩ খ্রীঃ, রোজ শনিবার, এভারকেয়ার হাসপাতাল ঢাকা-র হেমাটোলজি ও বিএমটি সেন্টার ৭ম বৎসর পূর্তি উদযাপন করতে যাচ্ছে। এই উপলক্ষে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ ও এভারকেয়ার হাসপাতাল ঢাকা-র হেমাটোলজি ও বিএমটি সেন্টার-এর যৌথ উদ্যোগে দিনব্যাপী বৈজ্ঞানিক অধিবেশন ও মত বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ হেমাটোলজি বিষয়ের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও এই ধরণের বৈজ্ঞানিক অনুষ্ঠানে সহযোগিতা করার ইচ্ছা পোষণ করে।
এখানে উল্লেখ্য যে, এভারকেয়ার হসপিটাল ঢাকা ছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল(সি এম এইচ) ঢাকা, আসগর আলী হাসপাতাল ঢাকা ও এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামেও নিয়মিত বোনমেরো ট্র্যান্সপ্লান্ট চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে।

Comments
হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের পক্ষ থেকে এভারকেয়ার হসপিটাল ঢাকার হেমাটোলজি ও বোনমেরো ট্রান্সপ্লান্ট সেন্টারের ৭ম বর্ষপূর্তিতে শুভেচ্ছা — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>