হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের নির্বাহি পরিষদ নির্বাচন সম্পন্ন
গতকাল ১৮ই ফেব্রুয়ারী ২০২৩, শনিবার, ঢাকা শহরের মহাখালীস্থ বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জন্স (বিসিপিএস) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ-র নির্বাহী পরিষদের নির্বাচন। উৎসবমুখর পরিবেশে প্রায় ৯০ শতাংশ ভোটারের গোপন ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটারদের উৎসাহ উদ্দীপনা ছিল অভূতপূর্ব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ভোটার শুধুমাত্র ভোট দেয়ার উদ্দেশ্যে ঢাকা শহরে আসেন। ২ জন ভোটার দেশের বাইরে থেকেও ডাকযোগে ভোট প্রদান করেন।
সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের পর প্রার্থীদের উপস্থিতিতে ভোট গণনা শুরু হয়, এবং মাগরিবের নামাজের বিরতিসহ রাত প্রায় পৌনে ৯টায় ভোট গণনা শেষ হয়। ভোট গণনার পরপরই বিজয়ী প্রার্থীদের ও নির্বাচন কমিশনারদের অভিনন্দন জানানো হয়। সকল প্রার্থী পরস্পরের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন পরিচালনায় সকল প্রকার সহযোগিতা করার জন্য বর্তমান নির্বাহী কমিটিকে ধন্যবাদ জানান। স্বতঃস্ফূর্তভাবে আনন্দময় পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় তিনি সকল প্রার্থী ও ভোটারগণকেও ধন্যবাদ জানান।
নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী নির্বাচনের প্রাথমিক ফলাফল নিম্নরূপঃ
পদের নামঃ সভাপতি
প্রার্থীর নাম | প্রাপ্ত ভোট | ফলাফল |
ব্রিগ. জেনারেল (অবঃ) একেএম মোস্তফা আবেদীন | ৫৪ | বিজয়ী |
অধ্যাপক মোঃ আব্দুল আজিজ | ৪৩ | |
অধ্যাপক মোঃ সালাহ্উদ্দীন শাহ | ৩২ |
পদের নামঃ সহসভাপতি
প্রার্থীর নাম | প্রাপ্ত ভোট | ফলাফল |
ব্রিগ. জেনারেল হক মাহফুজ | ৯৩ | বিজয়ী |
অধ্যাপক মোঃ রফিকুজ্জামান খান | ৮১ | বিজয়ী |
অধ্যাপক আলমগীর কবির | ৭৬ |
পদের নামঃ সাধারণ সম্পাদক
প্রার্থীর নাম | প্রাপ্ত ভোট | ফলাফল |
ডাঃ মোহাম্মদ আলী | ৫৫ | বিজয়ী |
অধ্যাপক অখিল রঞ্জন বিশ্বাস | ৪৩ | |
ডাঃ আমীন লুৎফুল কবির | ৩০ |
পদের নামঃ যুগ্ম-সাধারণ সম্পাদক
প্রার্থীর নাম | প্রাপ্ত ভোট | ফলাফল |
ডাঃ এ কে এম মাইনুল ইসলাম | ৭৭ | বিজয়ী |
ডাঃ মোহাম্মদ ওয়াসিম | ৭০ | বিজয়ী |
ডাঃ এম মুর্শেদ জামান মিঞা | ৬৯ | |
ডাঃ ফারজানা রহমান | ৩৯ |
পদের নামঃ কোষাধ্যক্ষ
প্রার্থীর নাম | প্রাপ্ত ভোট | ফলাফল |
ডাঃ মোঃ আদনান হাসান মাসুদ | ৭১ | বিজয়ী |
ডাঃ মোঃ হাবিবুর রহমান | ৫৮ |
পদের নামঃ সংগঠনিক সম্পাদক
প্রার্থীর নাম | প্রাপ্ত ভোট | ফলাফল |
ডাঃ মির্জা গোলাম সরওয়ার | ৬৮ | বিজয়ী |
ডাঃ কাজী মোঃ কামরুল ইসলাম | ৫৯ |
পদের নামঃ বিজ্ঞান বিষয়ক সম্পাদক
প্রার্থীর নাম | প্রাপ্ত ভোট | ফলাফল |
ডাঃ মাফরুহা আক্তার | ৪৯ | বিজয়ী |
ডাঃ মোঃ মনিরুল ইসলাম | ৪৮ | |
ডাঃ মুজাহিদা রহমান | ৩১ |
পদের নামঃ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
প্রার্থীর নাম | প্রাপ্ত ভোট | ফলাফল |
ডাঃ হুমায়রা নাজনীন | ৫২ | বিজয়ী |
ডাঃ মুনিম আহমেদ | ৪৪ | |
ডাঃ মোঃ গোলজার হোসেন | ৩১ |
পদের নামঃ প্রচার ও প্রকাশনা সম্পাদক
প্রার্থীর নাম | প্রাপ্ত ভোট | ফলাফল |
ডাঃ খাজা আমিরুল ইসলাম | ৭১ | বিজয়ী |
ডাঃ মোঃ কামরুল হাসান | ৫৭ |
পদের নামঃ দপ্তর সম্পাদক
প্রার্থীর নাম | প্রাপ্ত ভোট | ফলাফল |
ডাঃ নাসীব মুহাম্মদ ইরশাদুল্লাহ্ | ৭১ | বিজয়ী |
ডাঃ মোঃ আশরাফুল হক চৌধুরী | ৫৭ |
পদের নামঃ সদস্য
প্রার্থীর নাম | প্রাপ্ত ভোট | ফলাফল |
ডাঃ আব্দুল্লাহ আল মোছাব্বির | ৯৭ | বিজয়ী |
ডাঃ মোঃ আরিফ উর রহমান | ৯৪ | বিজয়ী |
ডাঃ জুলফিয়া জিনাত চৌধুরী | ৯৩ | বিজয়ী |
ডাঃ নিশাত মেহজাবিন | ৯৩ | বিজয়ী |
ডাঃ একিউএম আশরাফুল হক | ৮৫ | বিজয়ী |
ডাঃ মোঃ মারুফ আল হাসান | ৮৩ | বিজয়ী |
ডাঃ মোঃ নাজমুল ইসলাম | ৮২ | বিজয়ী |
ডাঃ মোঃ আখলাক-উল-ইসলাম | ৭৬ | |
ডাঃ মোঃ মাহবুবুল আলম | ৬৯ | |
ডাঃ মোঃ কামরুল হাসান | ৬৫ | |
ডাঃ তানবিন রহমান | ৪৭ |
Last Updated on 19/02/2023 by Editorial Staff
Comments
হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের নির্বাহি পরিষদ নির্বাচন সম্পন্ন — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>