রাজশাহী মেডিকেল কলেজে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত
বিগত ২৪ এপ্রিল ২০১৯ইং রোজ বুধবার, রাজশাহী মেডিকেল কলেজে অবস্থিত আমীর উদ্দিন গ্যালারী তে এক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। হেমাটোলজি বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ ও হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ এর যৌথ উদ্দোগে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বক্তাগণ রক্তরোগ বিষয়ে তাদের মুল্যবান বক্তব্য তুলে ধরেন, এসময় এ রোগ সংক্রান্ত বিষয়ে তারা ভিজুয়্যাল তথ্য উপস্থাপন করেন। একই সাথে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একটি বোনম্যারো ট্রান্সপ্লান্ট (অস্থিমজ্জা প্রতিস্থাপন) স্থাপনের প্রয়োজনীয়তার কথা বলেন। মেডিকেল চিকিৎসার উচ্চতর একটি বিভাগ হচ্ছে বোনম্যারো ট্রান্সপ্লান্ট। মানব দেহে এমন কিছু রোগ হয় যাতে মানুষের শরীরের রক্ত তৈরির মুল অঙ্গ অস্থি মজ্জা বা বোন ম্যারো অসুস্থ হয়ে পড়ে বা নষ্ট হয়। এসব রোগ বংশগত হতে পারে যেমন থ্যালাসেমিয়া, প্রাইমারি ইম্যুন ডিফিসিয়েন্সি ডিজিজ (জন্মগত রোগ প্রতিরোধ ক্ষমতার অভাব); আবার জন্মের পর যেমন ব্লাড ক্যান্সার, এপ্লাস্টিক এনিমিয়া, লিম্ফোমা ইত্যাদি। এসব রোগের ক্ষেত্রে শেষ চিকিৎসা হিসেবে এই বোন ম্যারো ট্রান্সপ্লান্টকে গন্য করা হয় এবং এই চিকিৎসার মাধ্যমে ক্যন্সার আক্রান্ত মানুষ নতুন ভাবে জীবন শুরু করতে পারে। দেশের সরকারী-বেসরকারী পর্যায়ে মাত্র ৪ টি প্রতিষ্টানে এ চিকিৎসা ব্যবস্থা চালু রয়েছে যা রোগির সংখ্যায় খুবই অপ্রতুল। দেশে এই চিকিৎসা সুবিধা কম হওয়ায় বিপুল সংখ্যক রোগি পাশ্ববর্তী দেশ সহ বিদেশে চলে যান, এতে করে যেমন বাংলাদেশ সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, তেমনি ভাবে চিকিৎসক গনের চিকিৎসা শিক্ষা, সেবা ও জ্ঞান অর্জনে বাঁধা তৈরী করছে। তাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হেমাটোলজি বিভাগে একটি বোনম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিট প্রতিষ্ঠা করা গেলে এখানে ব্লাড ক্যান্সারের পূর্ণ চিকিৎসা করা সম্ভব বলে তারা জানান। সেমিনারে সভাপতিত্ব করেন রাজশাহী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ মোঃ খলিলুর রহমান। প্রধান অতিথি ছিলেন রামেকের প্রিন্সিপাল প্রফেসর ডাঃ মোঃ নওসাদ আলী, বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জামিলুর রহমান, হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট প্রফেসর ডাঃ মোঃ মাহবুবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডাঃ এবিএম ইউনুস এবং একই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডাঃ মোঃ আব্দুল আজিজ। স্বাগত বক্তব্য উপস্থাপন করেন রামেকের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডাঃ এম মুর্শেদ জামান মিঞা। এছাড়াও সেমিনারে প্রবন্ধ ও তথ্য উপস্থাপন করেন ডাঃ আমিন লুতফুল কবির, ডাঃ অখিল রঞ্জন বিশ্বাস, ডাঃ মোঃ কামরুল হাসান এবং ডাঃ রোমেনা আলম। সেমিনারটি সঞ্চালনা করেন ডাঃ একেএম মাইনুল ইসলাম। রাজশাহী মেডিকেল কলেজের শতাধিক চিকিৎসকসহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকগণ এই সেমিনারে উপস্থিত ছিলেন।
Last Updated on 27/04/2019 by Editorial Staff
Comments
রাজশাহী মেডিকেল কলেজে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>