বাংলা নববর্ষ ১৪২৬-র শুভেচ্ছা
অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান
এসো, এসো, এসো হে বৈশাখ
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক
যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি,
অশ্রুবাষ্প সুদূরে মিলাক।
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা
রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি,
আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ
মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক।
শুভ নববর্ষ, ১৪২৬
বাংলাদেশ ও বাংলাভাষী সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। বাংলাদেশ ও এতদঞ্চলের অধিবাসী রক্তরোগের সকল রোগী, রোগীর পরিবারের সদস্যবৃন্দ, তাদের সেবাদানকারী সকল ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট ও সহকারীকে এবং হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সকল সদস্যবৃন্দকে বাংলা নববর্ষ ১৪২৬-এর শুভেচ্ছা। নতুন বছরে আমাদের সকল রোগী সুস্থ্য হয়ে উঠুক এবং তাদের পরিবারে শান্তি নেমে আসুক। সেই সাথে হেমাটোলজি সোসাইটির সকল ডাক্তারসহ সেবাদানকারী সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান নব উদ্যমে তাদের পেশাগত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করুক।
অধ্যাপক মাহবুবুর রহমান
সভাপতি
হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ
Comments
বাংলা নববর্ষ ১৪২৬-র শুভেচ্ছা — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>