বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের বিশ্ব ব্লাড ক্যান্সার দিবস ২০২৫ উদযাপন
গত ২৮ মে ২০২৫ হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল-এর হেমাটোলজি বিভাগের সাথে যৌথভাবে বিশ্ব ব্লাড ক্যান্সার দিবস ২০২৫ উদযাপন করে। দিবসটি উদযাপন শুরু হয় মনোজ্ঞ র্যালির মাধ্যমে। সকাল ০৮:৩০-এ জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল প্রাঙ্গণে প্রবীণ হেমাটোলজিস্ট অধ্যাপক ডাঃ মোঃ জলিলুর রহমান এবং খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ মাহবুবুর রহমান বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন। র্যালিটি পরিচালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক ডা: মোঃ আদনান হাসান মাসুদ। র্যালি শেষে বক্তব্য দেন প্রধান অতিথি, সোসাইটির সভাপতি অধ্যাপক ডাঃ আমীন লুৎফুল কবীর, সোসাইটির বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ মনিরুল ইসলাম, প্রতিষ্ঠানের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ একেএম মইনুল ইসলাম, শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ ফেরদৌসী বেগম ও বিশিষ্ট হেমাটোলজিস্টবৃন্দ। বক্তাগণ ব্লাড ক্যান্সার রোগের দ্রুত রোগ নির্ণয়, উন্নত চিকিৎসা, তদুপরি এর প্রতিরোধের ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।
র্যালির পর সকাল ০৯:৩০-এ প্রতিষ্ঠানের সেন্ট্রাল অডিটরিয়ামে একটি বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়। বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রবীণ হেমাটোলজিস্ট অধ্যাপক ডাঃ মোঃ জলিলুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ মাহবুবুর রহমান, প্রতিষ্ঠানের রেডিয়েশন অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ রাকিব উদ্দিন আহমেদ, আটটি বিভাগীয় সদরে পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক ডাঃ মোঃ তৌফিক হাসান ফিরোজ। আরো উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি অধ্যাপক ডাঃ আমীন লুৎফুল কবীর।সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির সাধারণ সম্পাদক ডা: মোঃ আদনান হাসান মাসুদ এবং চারজন বিশিষ্ট হেমাটোলজিস্ট গবেষণাপত্র পাঠ করেন। বিশেষজ্ঞ প্যানেল হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য সিনিয়র হেমাটোলজিস্ট অধ্যাপক কর্নেল (অবঃ) আব্দুল হাই, ডাঃ আবু জাফর মোহাম্মদ সালেহ এবং অধ্যাপক ডাঃ তাশমিম ফারহানা দীপ্তা। সেমিনারে বিশেষজ্ঞগণ মত প্রকাশ করেন যে, ব্লাড ক্যান্সারের বিশ্বমানের চিকিৎসা বাংলাদেশেই সম্ভব; দ্রুত হেমাটোলজিস্ট-এর শরণাপন্ন হওয়া এবং উন্নত চিকিৎসা ক্যান্সার রোগ নিরাময়ের পূর্বশর্ত।
Last Updated on 31/05/2025 by Abdullah Al Mosabbir
Comments
বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের বিশ্ব ব্লাড ক্যান্সার দিবস ২০২৫ উদযাপন — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>