নির্বাহি পরিষদ নির্বাচন ২০২৩: চূড়ান্ত প্রার্থী তালিকা
হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের আসন্ন নির্বাহি পরিষদ (২০২৩-২৫) নির্বাচনে নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। প্রধান নির্বাচন কমিশনার ব্রি: জে: (অব:) জাহিদ মাহমুদ এবং অপর দুই কমিশনার ব্রি: জে: (অব:) ফারুক আহমেদ ও অধ্যাপক সালমা আফরোজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পুর্ব ঘোষিত তফসীল অনুযায়ী আজ (০৮/০২/২০২৩ ইং) এই প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। প্রজ্ঞাপন মোতাবেক যোগ্য প্রার্থীদের তালিকা নিম্নে প্রদত্ত হলো। তফসীল অনুযায়ী আজ থেকে আগামী ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ইং সকাল ০৯.০০ টা পর্যন্ত ব্যাক্তিগতভাবে, মোবাইল ম্যাসেজ, ইমেইল, ব্যক্তিগত ফেসবুক একাউন্ট বা চিঠির মাধ্যমে নির্বাচনী প্রচার চালানো যাবে এবং যৌথ বা ব্যাক্তিগতভাবে নির্বাচনী ইশতেহার প্রকাশ করা যাবে। প্রচারে কোন প্রকার সভা, সেমিনার বা সিম্পোজিয়াম আয়োজন, পোষ্টার বা লিফলেট ছাপানো, এবং ভোটারকে অনৈতিক প্রস্তাব প্রদান বা ভয় ভীতি প্রদর্শন করা যাবে না। এবারের নির্বাচনে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের ১৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ইং সকাল ০৯.০০ টা থেকে বেলা ২.০০ টা পর্যন্ত রুম নং-৩০১,৩০২, ব্লক-সি, বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান্স এন্ড সার্জন্স, ৬৭, শহীদ তাজ উদ্দিন আহমেদ সরণি, মহাখালী, ঢাকা ১২১২-য় ভোটাররা সশরীরে উপস্থিত হয়ে গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন। কোন ভোটারের যৌক্তিক আবেদনের প্রেক্ষিতে আগামীকাল থেকে ভোট গ্রহণের আগের দিন পর্যন্ত কমিশন অফিসে প্রধান নির্বাচন কমিশনারের নিকট (প্যাথলজি ল্যাবরেটরি, লেভেল-২, ইউনাইটেড হাসপাতাল লিঃ, প্লট-১৫, রোড-৭১, গুলশান-২, ঢাকা ১২১২) সশরীরে উপস্থিত হয়ে অগ্রীম ভোট জমা দিতে পারবেন।
কেবলমাত্র বিদেশে অবস্থানরত ভোটারবৃন্দ যারা ‘ডাকযোগে ভোটপ্রদান’-এর জন্য ইতিমধ্যে আবেদন করেছেন ও নির্বাচন কমিশন অনুমোদন করেছেন তাদেরকে অতিশীঘ্রই ইমেইল যোগে ব্যালট প্রেরণ করা হবে। উক্ত ব্যালট পেপার ডাউনলোড ও প্রিন্ট পূর্বক যথানিয়মে ভোট প্রদান করতঃ ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ইং বেলা ২.০০ ঘটিকার মধ্যে রেজিষ্ট্রার্ড ডাকযোগে নির্বাচন কমিশন অফিসে পৌছাতে হবে। ডাকযোগে ভোট প্রদানের ক্ষেত্রে ত্রুটির জন্য কমিশন দায়ি থাকবেনা এবং এর ডাক খরচ কমিশন বহন করবে না। নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট না পৌঁছালে ভোট বাতিল বলে গন্য হবে এবং এ ক্ষেত্রে কোন আবেদন গ্রহণ যোগ্য হবে না।
নির্বাচনী বিধিসমূহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
পদের নামঃ সভাপতি
ব্যালট নং | প্রার্থীর নাম | ভোটার তালিকায় ক্রম | মন্তব্য/নির্দেশনা |
১ | ব্রিগ. জেনারেল (অবঃ) একেএম মোস্তফা আবেদীন | ১৩ | একজনকে ভোট দিতে হবে |
২ | অধ্যাপক মোঃ সালাহ্উদ্দীন শাহ | ২৮ | |
৩ | অধ্যাপক মোঃ আব্দুল আজিজ | ২৯ |
পদের নামঃ সহসভাপতি
ব্যালট নং | প্রার্থীর নাম | ভোটার তালিকায় ক্রম | মন্তব্য/নির্দেশনা |
১ | অধ্যাপক আলমগীর কবির | ১৫ | দুইজনকে ভোট দিতে হবে |
২ | ব্রিগ. জেনারেল হক মাহফুজ | ৩৩ | |
৩ | ডাঃ মোঃ রফিকুজ্জামান খান | ৩৬ |
পদের নামঃ সাধারণ সম্পাদক
ব্যালট নং | প্রার্থীর নাম | ভোটার তালিকায় ক্রম | মন্তব্য/নির্দেশনা |
১ | ডাঃ আমীন লুৎফুল কবির | ৩৪ | একজনকে ভোট দিতে হবে |
২ | অধ্যাপক অখিল রঞ্জন বিশ্বাস | ৪২ | |
৩ | ডাঃ মোহাম্মদ আলী | ৬৪ |
পদের নামঃ যুগ্ম-সাধারণ সম্পাদক
ব্যালট নং | প্রার্থীর নাম | ভোটার তালিকায় ক্রম | মন্তব্য/নির্দেশনা |
১ | ডাঃ ফারজানা রহমান | ৪৬ | দুইজনকে ভোট দিতে হবে |
২ | ডাঃ এম মুর্শেদ জামান মিঞা | ৪৯ | |
৩ | ডাঃ এ কে এম মাইনুল ইসলাম | ৭১ | |
৪ | ডাঃ মোহাম্মদ ওয়াসিম | ৭৮ |
পদের নামঃ কোষাধ্যক্ষ
ব্যালট নং | প্রার্থীর নাম | ভোটার তালিকায় ক্রম | মন্তব্য/নির্দেশনা |
১ | ডাঃ মোঃ হাবিবুর রহমান | ৫২ | একজনকে ভোট দিতে হবে |
২ | ডাঃ মোঃ আদনান হাসান মাসুদ | ৫৩ |
পদের নামঃ সংগঠনিক সম্পাদক
ব্যালট নং | প্রার্থীর নাম | ভোটার তালিকায় ক্রম | মন্তব্য/নির্দেশনা |
১ | ডাঃ মির্জা গোলাম সরওয়ার | ১১৬ | একজনকে ভোট দিতে হবে |
২ | ডাঃ কাজী মোঃ কামরুল ইসলাম | ১৩৪ |
পদের নামঃ বিজ্ঞান বিষয়ক সম্পাদক
ব্যালট নং | প্রার্থীর নাম | ভোটার তালিকায় ক্রম | মন্তব্য/নির্দেশনা |
১ | ডাঃ মুজাহিদা রহমান | ৪৮ | একজনকে ভোট দিতে হবে |
২ | ডাঃ মোঃ মনিরুল ইসলাম | ৬০ | |
৩ | ডাঃ মাফরুহা আক্তার | ৬৫ |
পদের নামঃ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
ব্যালট নং | প্রার্থীর নাম | ভোটার তালিকায় ক্রম | মন্তব্য/নির্দেশনা |
১ | ডাঃ মুনিম আহমেদ | ৪৫ | একজনকে ভোট দিতে হবে |
২ | ডাঃ হুমায়রা নাজনীন | ৬৬ | |
৩ | ডাঃ মোঃ গোলজার হোসেন | ৯৮ |
পদের নামঃ প্রচার ও প্রকাশনা সম্পাদক
ব্যালট নং | প্রার্থীর নাম | ভোটার তালিকায় ক্রম | মন্তব্য/নির্দেশনা |
১ | ডাঃ মোঃ কামরুল হাসান | ৫৪ | একজনকে ভোট দিতে হবে |
২ | ডাঃ খাজা আমিরুল ইসলাম | ১১৯ |
পদের নামঃ দপ্তর সম্পাদক
ব্যালট নং | প্রার্থীর নাম | ভোটার তালিকায় ক্রম | মন্তব্য/নির্দেশনা |
১ | ডাঃ নাসীব মুহাম্মদ ইরশাদুল্লাহ্ | ৭৬ | একজনকে ভোট দিতে হবে |
২ | ডাঃ মোঃ আশরাফুল হক চৌধুরী | ৭৯ |
পদের নামঃ সদস্য
ব্যালট নং | প্রার্থীর নাম | ভোটার তালিকায় ক্রম | মন্তব্য/নির্দেশনা |
১ | ডাঃ জুলফিয়া জিনাত চৌধুরী | ৯০ | সাতজনকে ভোট দিতে হবে |
২ | ডাঃ আব্দুল্লাহ আল মোছাব্বির | ৯৪ | |
৩ | ডাঃ মোঃ নাজমুল ইসলাম | ৯৭ | |
৪ | ডাঃ মোঃ কামরুল হাসান | ১০৩ | |
৫ | ডাঃ মোঃ মারুফ আল হাসান | ১০৮ | |
৬ | ডাঃ মোঃ আরিফ উর রহমান | ১২২ | |
৭ | ডাঃ একিউএম আশরাফুল হক | ১২৩ | |
৮ | ডাঃ নিশাত মেহজাবিন | ১২৫ | |
৯ | ডাঃ মোঃ মাহবুবুল আলম | ১২৭ | |
১০ | ডাঃ মোঃ আখলাক-উল-ইসলাম | ১৩৬ | |
১১ | ডাঃ তানবিন রহমান | ১৩৯ |
Last Updated on 19/02/2023 by Editorial Staff
Comments
নির্বাহি পরিষদ নির্বাচন ২০২৩: চূড়ান্ত প্রার্থী তালিকা — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>