নিউট্রোপেনিক রোগীদের ক্ষেত্রে রোগী ও রোগীর সেবা-যত্নকারীর জন্য সাধারন নির্দেশিকা
১। রোগীর বিছানায় বসবেন না বা কোন কিছু রাখবেন না।
২। সর্বাবস্থায় রোগীকে স্পর্শ করার আগে ভালভাবে হাত পরিষ্কার করার পর হাতে স্পিরিট (হেক্সিসল) মেখে নিবেন।
৩। প্রতিদিন ডেটল সাবান দিয়ে গোসল করবেন এবং সর্বাবস্থায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন।
৪। ঠান্ডা ফুটানো পানি খাবেন; কোন অবস্থায়ই সাপ্লাই বা ট্যাপের পানি, ফলের রস খাবেন না।
৫। কেবলমাত্র রান্না করা টাটকা খাবার খাবেন; বেকারীর বা বাসি খাবার, সালাদ, খোসাবিহীন ফল, ক্রীম, আইস্ক্রীম, পনীর, কাচা দুধ ও ডিমজাত খাবার এবং পান-সুপারি খাওয়া নিষেধ।
৬। প্রতি ৪ ঘণ্টা পর এন্টিসেপ্টিক মাউথওয়াস দিয়ে কুলি করবেন এবং নির্দেশিত এন্টিফাঙ্গাল ক্রীম বা সাস্পেন্সন মুখের ভিতর লাগাবেন।
৭। দর্শনার্থী কম রাখবেন এবং রোগী ও রোগীর সাথী মুখে মাস্ক ব্যবহার করবেন।
৮। NSAIDs জাতীয় ওষুধ এবং মলদ্বারে সাপোজিটরী জাতীয় কোন ওষুধ দিবেন না।
Comments
নিউট্রোপেনিক রোগীদের ক্ষেত্রে রোগী ও রোগীর সেবা-যত্নকারীর জন্য সাধারন নির্দেশিকা — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>