চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশঃ নির্বাহি পরিষদ নির্বাচন ২০২১
হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের আসন্ন নির্বাহি পরিষদ (২০২১-২৩) নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। আজ নির্বাচন কমিশন কর্তৃক এক প্রজ্ঞাপনে এই তালিকা প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের ব্যালট নম্বর সহ নিম্নোল্লেখিত চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হলো। আগামী ০৬ ফেব্রুয়ারি, ২০২১, সকাল ০৯.০০ থেকে বেলা ০২.০০ পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের (ডি-ব্লক) ক্লাসরুমে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের ১২১ জন ভোটার এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
চূড়ান্ত প্রার্থী তালিকা
পদের নামঃ সভাপতি | |||
ব্যালট নং | প্রার্থীর নাম | ভোটার নং | মন্তব্য/নির্দেশনা |
১ | অধ্যাপক মোঃ সালাহ্উদ্দীন শাহ | ২৮ | এক জনকে ভোট দিতে হবে |
২ | অধ্যাপক মোঃ আব্দুল আজিজ | ২৯ | |
পদের নামঃ সহ-সভাপতি | |||
ব্যালট নং | প্রার্থীর নাম | ভোটার নং | মন্তব্য/নির্দেশনা |
১ | কর্ণেল (অবঃ) আব্দুল হাই | ০৭ | দুই জনকে ভোট দিতে হবে |
২ | অধ্যাপক আলমগীর কবির | ১৫ | |
৩ | ডাঃ মোঃ হাবিবুর রহমান | ৫২ | |
পদের নামঃ সাধারণ সম্পাদক | |||
ব্যালট নং | প্রার্থীর নাম | ভোটার নং | মন্তব্য/নির্দেশনা |
১ | অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম | ৩৭ | এক জনকে ভোট দিতে হবে |
২ | অধ্যাপক অখিল রঞ্জন বিশ্বাস | ৪২ | |
পদের নামঃ যুগ্ম সাধারণ সম্পাদক | |||
ব্যালট নং | প্রার্থীর নাম | ভোটার নং | মন্তব্য/নির্দেশনা |
১ | ডাঃ এম মুর্শেদ জামান মিঞা | ৪৯ | দুই জনকে ভোট দিতে হবে |
২ | ডাঃ মোঃ আদনান হাসান মাসুদ | ৫৩ | |
৩ | ডাঃ মোহাম্মদ আলী | ৬৪ | |
৪ | ডাঃ এ কে এম মাইনুল ইসলাম | ৭১ | |
পদের নামঃ কোষাধ্যক্ষ | |||
ব্যালট নং | প্রার্থীর নাম | ভোটার নং | মন্তব্য/নির্দেশনা |
১ | ডাঃ আমিন লুৎফুল কবির | ৩৪ | এক জনকে ভোট দিতে হবে |
২ | ডাঃ মোঃ রফিকুজ্জামান খান | ৩৬ | |
পদের নামঃ সংগঠনিক সম্পাদক | |||
ব্যালট নং | প্রার্থীর নাম | ভোটার নং | মন্তব্য/নির্দেশনা |
১ | ডাঃ মোহাম্মদ ওয়াসিম | ৭৮ | এক জনকে ভোট দিতে হবে |
২ | ডাঃ সুরজিৎ কুমার সরকার | ৮৬ | |
পদের নামঃ বিজ্ঞান বিষয়ক সম্পাদক | |||
ব্যালট নং | প্রার্থীর নাম | ভোটার নং | মন্তব্য/নির্দেশনা |
১ | ডাঃ জুলফিয়া জিনাত চৌধুরী | ৯০ | এক জনকে ভোট দিতে হবে |
২ | ডাঃ আব্দুল্লাহ আল মোছাব্বির | ৯৪ | |
পদের নামঃ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক | |||
ব্যালট নং | প্রার্থীর নাম | ভোটার নং | মন্তব্য/নির্দেশনা |
১ | ডাঃ মুজাহিদা রহমান | ৪৮ | এক জনকে ভোট দিতে হবে |
২ | ডাঃ মোঃ আশরাফুল হক চৌধুরী | ৭৯ | |
পদের নামঃ প্রচার ও প্রকাশনা সম্পাদক | |||
ব্যালট নং | প্রার্থীর নাম | ভোটার নং | মন্তব্য/নির্দেশনা |
১ | ডাঃ মোঃ কামরুল হাসান | ৫৪ | এক জনকে ভোট দিতে হবে |
২ | ডাঃ মোঃ গোলজার হোসেন | ৯৮ | |
পদের নামঃ দপ্তর সম্পাদক | |||
ব্যালট নং | প্রার্থীর নাম | ভোটার নং | মন্তব্য/নির্দেশনা |
১ | ডাঃ সাক্বি মোঃ আব্দুল বাক্বি | ১১১ | বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত |
পদের নামঃ সদস্য | |||
ব্যালট নং | প্রার্থীর নাম | ভোটার নং | মন্তব্য/নির্দেশনা |
১ | ব্রিগঃ জেনারেল (অবঃ) একেএম মোস্তফা আবেদীন | ১৩ | সাত জনকে ভোট দিতে হবে |
২ | ব্রিগঃ জেনারেল মোঃ মিজানুর রহমান | ২৩ | |
৩ | ডাঃ মুনিম আহমেদ | ৪৫ | |
৪ | ডাঃ হুমায়রা নাজনীন | ৬৬ | |
৫ | ডাঃ মুহাম্মদ নুরুল ফরহাদ | ৭৩ | |
৬ | ডাঃ নাসীব মুহাম্মদ ইরশাদুল্লাহ্ | ৭৬ | |
৭ | ডাঃ মোঃ সাজ্জাদ জায়েদ চৌধুরী | ৮৩ | |
৮ | ডাঃ মোঃ আব্দুল কাদের জিলানী | ৮৫ | |
৯ | ডাঃ মাহবুবা শারমীন | ১০১ | |
১০ | ডাঃ মোঃ কামরুল হাসান | ১০৩ | |
১১ | ডাঃ খাজা আমিরুল ইসলাম | ১১৯ |
আজ থেকে থেকে ০৫ ফেব্রুয়ারি ২০২১ ইং সকাল ০৯.০০ টা পর্যন্ত প্রার্থীগন ব্যাক্তিগতভাবে, মোবাইল ম্যাসেজ, ইমেইল, ব্যক্তিগত ফেসবুক একাউন্ট বা চিঠির মাধ্যমে নির্বাচনী প্রচার চালাতে পারবেন এবং যৌথ বা ব্যাক্তিগতভাবে নির্বাচনী ইশতেহার প্রকাশ করতে পারবেন। তফশিল অনুযায়ী নির্বাচনি প্রচারে কোন প্রকার সভা, সেমিনার বা সিম্পোজিয়াম আয়োজন, পোষ্টার বা লিফলেট ছাপানো, এবং ভোটারকে অনৈতিক প্রস্তাব প্রদান বা ভয় ভীতি প্রদর্শন করা যাবে না। এই ধরনের কার্যকলাপের ক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যাক্তি প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত আবেদন করতে পারবেন। নির্বাচন কমিশন যুক্তিসঙ্গত ক্ষেত্রে স্বতঃ প্রনোদিত হয়ে অথবা আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রার্থীর বিরুদ্ধে প্রার্থীতা বাতিল সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
স্মারক নং: হেসোবা/নিক-২০২০/০৫; তারিখ: ২৭/০১/২০২১
Last Updated on 05/08/2021 by Editorial Staff
Comments
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশঃ নির্বাহি পরিষদ নির্বাচন ২০২১ — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>