আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবসে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের বর্ণাঢ্য আয়োজন
আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৮ মে) হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করে। দেশের বৃহত্তর স্বার্থে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কার্যক্রমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্বাস্থ্যসেবায় নিয়োজিত পেশাজীবী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং ভবিষ্যৎ চিকিৎসকগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
দিবসটির কার্যক্রম শুরু হয় সকাল ৮:৩০টায় ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক মনোজ্ঞ র্যালির মাধ্যমে। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ কামরুল আলম বেলুন উড়িয়ে র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। র্যালিটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের সহযোগিতায় আয়োজন করা হয় এবং হাসপাতাল চত্বর প্রদক্ষিণ শেষে বহির্বিভাগের সামনে এসে সমাপ্ত হয়।
র্যালিটি পরিচালনা করেন হেমাটোলজি সোসাইটির সাধারণ সম্পাদক ডা. মোঃ আদনান হাসান মাসুদ। র্যালির শেষাংশে এক সংক্ষিপ্ত বক্তব্য পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণ করেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ কামরুল আলম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামান এবং উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ। আরও বক্তব্য রাখেন ঢাকা মেডিকেল কলেজের হেমাটলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ আখিল রঞ্জন বিশ্বাস, সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ কামরুজ্জামান, সহযোগী অধ্যাপক ডাঃ মাফরুহা আক্তার এবং সহযোগী অধ্যাপক ডাঃ হুমায়রা নাজনীন। এছাড়া, বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন এর সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডাঃ জাকারিয়া আল আজিজ সহ অন্যান্য চিকিৎসক ও থ্যালাসেমিয়া রোগী সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। বক্তাগণ তাঁদের বক্তব্যে থ্যালাসেমিয়া রোগের ভয়াবহতা, রোগটির প্রতিরোধযোগ্যতা এবং প্রাথমিক পর্যায়ে বাহক নির্ণয়ের ওপর গুরুত্বারোপ করেন।
দিনটিকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের হেমাটোলজি বিভাগ, হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সহায়তায় ৪র্থ ও ৫ম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে থ্যালাসেমিয়া বাহক স্ক্রিনিংয়ের আয়োজন করে। একই ধরনের স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করে আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের হেমাটোলজি বিভাগ, যেখানে স্ক্রিনিং করা হয় IUBAT (International University of Business Agriculture and Technology)-এর শিক্ষার্থীদের।
পরবর্তীতে সকাল ১০:৩০টায় স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট উইং) ড. শাহ্ মোহাম্মদ হেলাল উদ্দিন, অতিরিক্ত মহাপরিচালকদ্বয় অধ্যাপক শেখ সাইদুল হক এবং ডা. মোঃ রিজওয়ানুর রহমান, স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের প্রতিনিধি যুগ্ম সচিব (জনস্বাস্থ্য অধিশাখা) ডা. মোঃ শিব্বির আহমেদ ওসমানী, সোসাইটির সহ-সভাপতি ডা. মোর্শেদ জামান মিঞা, সাধারণ সম্পাদক ডা. মোঃ আদনান হাসান মাসুদ সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নীতি নির্ধারক ও দেশের খ্যাতনামা হেমাটোলজিস্টগণ।
বক্তাগণ থ্যালাসেমিয়ার ভয়াবহতা, দেশের স্বাস্থ্যব্যবস্থার ওপর এর প্রভাব এবং রোগ প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। তারা চিকিৎসা উপকরণের সহজলভ্যতা ও বাহক নির্ণয়ের জন্য দেশব্যাপী স্ক্রিনিং কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ ভবিষ্যতেও থ্যালাসেমিয়া নির্মূলে স্বাস্থ্যখাতের বিভিন্ন অংশীদারদের সঙ্গে কাজ করে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।
Last Updated on 14/05/2025 by Abdullah Al Mosabbir
Comments
আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবসে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের বর্ণাঢ্য আয়োজন — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>