আজ বিশ্ব ক্যানসার দিবসঃ যুব্ধরত ক্যানসার পরিবার ও রোগীদের জন্য শুভকামনা
লিখেছেন অধ্যাপক ডাঃ সালমা আফরোজ
কয়েকদিন ধরে মনটাখারাপ পরিচিত কয়েকজনের ক্যানসার হয়েছে। আমি ডাক্তার তাই পরামশের জন্য আসে। কেন হোল? সারবে কিনা? এত বাড়ছে ক্যানসার কিছু করছি না কেন হাজারও প্রশ্ন। কেনর কি উত্তর জানিনা। অস্থির মন নিয়ে অফিসে রওনা দিলাম। মেট্রোরেলের কাজ ও ভিআইপি যাবে তাই ভীষন জ্যাম। হেটেই রওনা দিলাম। সামনে ফলের দোকান দেশী বিদেশী ফল সাজানো। অসময়ের অনেক ফল সাজানো ভীষন লোভনীয় লাগছে। কেউ কেউ কিনছেন। আচমকা মনে পড়ল এগুলোতে কি রাসায়নিক দ্রব্য দেয়া আছে? নাহলে এত দুর দেশের বা দেশের ফল এতদিন ধরে এত সুন্দর থাকছে কেমন করে? এমন দেশে আমরা আছি যেখানে কেউ কোন ফলের কারবাইড বেশী আছে যা ক্ষতিকর বললেই পরেরদিন আর একজন বলছেন যে পরিমান আছে সেটুকু দেয়া যায় ক্ষতিকর না। আমরা দ্বিধায় পরি। সেই ফলগুলো খেতে থাকি যা প্রায় মাসখানেক বাইরে থাকলেও নষ্ট হয় না। ২/১জন ঠাট্টা করে বলে মরে গেলে আমাদের লাশও এই রাসায়নিক দ্রব্যের কারনে মমির মত থাকবে।
শরবত বিক্রি হচ্ছে। কমলা রঙ। কম বয়সী ছেলেরাই বেশী খাচ্ছে। ১০ টাকা গ্লাস। বিক্রেতাকে জিজ্ঞাসা করি কমলা দিয়েছ? পোষাচ্ছে কেমন করে! উত্তর পেয়ে যাই যে খাচ্ছিল তাকে দেখে। ঠোট রঙিন হয়েছে। খাবারের রঙের দাম বেশী তাই কাপড়ের রঙ ব্যবহার করে খবরের কাগজে দেখেছি। অনেক দামি দোকানেও করে। চিন্তায় বাধা পরে।
গ্রিল আর শিককাবাবের গন্ধে ক্ষিধা মনে হয়। মুরগী গ্রিলে ঘুরছে মসল্লা মাখানো। জানিনা মুরগীগুলো মরার পরে জবাই না আগে। মুরগীর রঙ দেখে আবারও মনে আসে খাবারের রঙ না কাপড়ের? কারণ আমাদের অনেক লাভের দরকার আর কড়াভাবে নজর দেয়ার লোকের বড়ই অভাব।
হাটার মধ্যেই দেখছি আশেপাশে অনেকেই সিগারেট টানছে। আর আমি ও আমার মত হাজার লোক বিষে নীল হচ্ছি। পাশের বাসার বুয়ার কথা মনে পরল। ওর ছেলের লাংস ক্যানসার হওয়ার পর ও আমার কাছে এসেছিল। ও জেনেছে যে সিগারেট খেলে এই ক্যানসার হয় তা হলে ওর যে ছেলে সিগারেট খায় তার না হয়ে যে খায় না তার হোল কেন। ওকে বলি অনেক কারনের মধ্যে একটা কারন সিগারেট। যে খায় তার থেকে ধুয়ায় আশেপাশের লোকের ক্ষতি হয়। জ্যামে আটকে থাকায় সিগারেট বিক্রিও হচ্ছে বেশী। বাসের ড্রাইভারও দেখলাম খা চ্ছে আর ধুমায়িত করছে সবাইকে।
রিকসায় উঠব রিকসাওয়ালা উনিও সিগারেট টানছেন। উনাকে সিগারেটফেলতে বললাম। উনি ট্রাফিককে ওটা দিয়ে চালাত আরম্ভ করলেন। সারা রাস্তা ওনাকে সিগারেট খাওয়া নিয়ে জ্ঞান দিলাম। নামার সময় বললেন আসলেই আপা?
সবাই যে যার জায়গা থেকে চেয্টা করলে সাফল্য আসবেই প্রতিরোধে। আজ বিশ্ব ক্যানসার দিবসে যুব্ধরত ক্যানসার পরিবার ও রোগীদের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা।
MBBS, FCPS (Haematology)
Professor of Haematology, BIRDEM General Hospital, Shahbag, Dhaka
Comments
আজ বিশ্ব ক্যানসার দিবসঃ যুব্ধরত ক্যানসার পরিবার ও রোগীদের জন্য শুভকামনা — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>