ডেঙ্গু জ্বরে আতঙ্ক নয়, সতর্ক থাকুন
ডেঙ্গুর কার্যকরী কোন চিকিৎসা নেই। এখনও পর্যন্ত কোন টিকাও আবিষ্কৃত হয়নি। কাজেই ডেঙ্গু প্রতিরোধ সর্বোতভাবে ব্যক্তি সুরক্ষা আর মশা নিয়ন্ত্রণে পারিপার্শ্বিক পরিচ্ছন্নতার উপরই নির্ভরশীল। বাড়ির ছাদে, টবে, পরিত্যক্ত বাসনপত্র, বালতি, ডাবের খোসা, পলিথিন ব্যাগ বা এই জাতীয় জমে থাকা পানিতে এডিস মশার বংশ বিস্তার ঘটে। কাজেই এসব স্থির ক্ষুদ্র জলাধার নির্মূল করতে হবে। যদি কোন জলাধারে মশার বংশ বৃদ্ধি হচ্ছে বলে সন্দেহ হয় তবে আগে মশা মারার ওষুধ স্প্রে করতে হবে তারপর পানি ফেলে দিতে হবে। কারন আমরা জানি মশার ডিম প্রতিকূল পরিবেশে বছরকালও জীবিত থাকতে পারে এবং অনুকূল পরিবেশে তার বংশ বৃদ্ধি ঘটে। মশা মারার কার্যকরী ব্যাবস্থা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে পৌরসভা বা সিটি কর্পোরেশন দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
Continue reading →