হিমোফিলিয়া রোগিদের জন্য চাই সদিচ্ছা
রাত ১১টা বাজে মোবাইলে অচেনা কল আসে । ভয় পেয়ে ফোন ধরতেই ওপাশ থেকে কান্নাজড়িত গলায় বলে উ়ঠে “ম্যাডাম আমার বাচ্চাটাকে বাচান । পড়ে গিয়ে ওর ঠোট কেটে গেছে খুব রক্ত পরছে। কি বলবো কি রুগী কিছুই জানিনা । উনি বলেন বাচ্চার হিমোফিলিয়া ৩ বছর আগে আমার কাছে ভরতি ছিল । হেলথ কমপ্লেক্সে বা কাছাকাছি মেডিক্যাল কলেজে নিতে বলি । কোন কিছুই কাছাকাছি নেই । প্রয়োজনীয় কিছুই কাছে নেই আবার অনেক হাসপাতালে এ রুগী রাখতে চায় না । যতটুকু উপদেশ সম্ভব দিলাম । সারারাত অস্থিরতার মধ্য কাটল ।
Continue reading →