ডেঙ্গুঃ হেমাটোক্রিট, প্লেটিলেট, ট্রান্সফিউশন
বেশিরভাগ ক্ষেত্রে প্লাটিলেট নিয়ে সবাই ভীত থাকে কিন্তু বাস্তবে খুব নগন্য সংখ্যক রোগীরই প্লাটিলেটের প্রয়োজন হয়। প্লাটিলেট ট্রান্সফিশনের সবচেয়ে বড় শর্ত হল রক্তক্ষরণ। রক্তক্ষরণ শুরু হলে তৎক্ষনাৎ প্লাটিলেট দিতে হবে সেক্ষেত্রে প্লাটিলেটের সংখ্যা বিবেচ্য নয়। কারন ডেঙ্গুতে কেবল প্লাটিলেটের সংখ্যাই কমে না বরং অনেক ক্ষেত্রেই এর কার্যক্ষমতাও কমতে পারে। তবে প্লাটিলেট কাউন্ট ১০,০০০ (দশ হাজার) এর নিচে নেমে গেলে প্রোফাইলেকটিক প্লাটিলেটের প্রয়োজনজন হতে পারে। ডেঙ্গু ব্যাবস্থাপনায় প্লাটিলেটের গুরুত্ব হেমাটোক্রিট এর চেয়ে কম।
Continue reading →