৮ই মে, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস
লিখেছেন ডাঃ অখিল রঞ্জন বিশ্বাস
থ্যালাসেমিয়া রোগীর সারাটি জীবন ও চিকিৎসা যতটা পীড়াদায়ক, তার প্রতিরোধ ততটাই সহজ। একজন থ্যালাসেমিয়ার বাহক, যিনি সম্পূর্ন সুস্থ সবল মানুষ, তিনি আরেকজন বাহকের সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হবেন না, সারা জীবনের এই একটা মাত্র ছোট্ট সিদ্ধান্ত এমন একটি পীড়াদায়ক রোগের সম্ভাবনাকে শূন্য করে দিবে।
বাংলাদেশে মোটামুটি ৩ শতাংশ মানুষ Beta thalassemia এর বাহক মোটামুটি ৪ শতাংশ Hemoglobin E নামক একটি অনেকটা Beta thalassemia জাতীয় পরিবর্তিত hemoglobin এর বাহক। এই ৩ শতাংশ beta thalassemia বাহকের সাথে আরেকজন beta thalassemia বাহক বা hemoglobin E এর বিবাহ পরিহার করতে পারলেই কাজ শেষ। তবে সেটা করার জন্য বিয়ের আগেই জানতে হবে কার কার ঐসব বৈশিষ্ট (রোগ নয় অবশ্যই) আছে। তার জন্য করতে হবে রক্তের complete blood count নামক একটি অতি সাধারন পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে hemoglobin electrophoresis পরীক্ষা। বর্তমানে, এমনকি বানিজ্যিকভাবেও এগুলো এক দেড় হাজার টাকার মধ্যে করা সম্ভব। আর electrophoresis করা না লাগলে সেটা হবে মাত্র কয়েকশত বড়জোর।
তবে আরেকটি কঠিন কাজ এরপরেও বাকি থাকে। একজন বাহক আরেকজন বাহককে বিয়ে করবেন না- কে বাহক তা জানা থাকলে এটা নিশ্চিত করা সহজ। একজন বাহককে বিয়ে করতে হবে আরেকজন এমন ব্যক্তিকে যিনি বাহক নন, সম্পূর্ণ স্বাভাবিক রক্তের মানুষকে। তথ্য যখন প্রকাশিত তখন সম্পূর্ন স্বাভাবিক রক্তের মানুষগুলো বাহকদের সাথে বৈবাহিক সম্পর্কে অনীহা প্রকাশ করবেন না এটা নিশ্চিৎ করতে হবে, সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে বাহকদের জীবনকে বিড়ম্বনা মুক্ত করতে। তার জন্য প্রয়োজন হবে সামাজিক দৃষ্টিভঙ্গীর প্রয়জোন। এমনকি আইনগত পরিবর্তনের প্রয়োজন হতে পারে।
থ্যালাসেমিয়া আক্রান্ত সকল রোগীর ও তার স্বজনদের প্রতি সহমর্মিতা এবং একজন রক্তরোগ বিশেষজ্ঞ হিসেবে সকল রক্তরোগ চিকিৎসকের পক্ষে তাদের পাশে থাকার অঙ্গীকার রইল। সংশ্লিষ্ট সকল চিকিৎসাকর্মী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও সমাজকর্মীরা এ রোগ যন্ত্রনার লাঘবে নিজ নিজ ভুমিকা রেখে সার্বিক জনস্বাস্থ্যের উন্নয়নে ভূমিকা রাখবেন আশা রইল।
Last Updated on 21/06/2020 by Editorial Staff
Comments
৮ই মে, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>