১৭ এপ্রিল ‘বিশ্ব হিমোফিলিয়া দিবস’
“রক্তক্ষরণ প্রতিরোধ – সকলের নাগালে আসুক বিশ্বমানের সেবা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবারের ন্যায় এবারও পালিত হচ্ছে বিশ্ব হিমোফিলিয়া দিবস।১৭ এপ্রিল ‘বিশ্ব হিমোফিলিয়া দিবস’ উপলক্ষে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের কার্যক্রমসমূহ নিম্নরূপঃ
১. সারাদেশের সকল মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ৩,০০০ পোস্টারিং-এর ব্যবস্থা করা হয়েছে।
২. জাতীয় দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’-এ ১৭ এপ্রিল সংখ্যার ৬ষ্ঠ পৃষ্ঠার নীচের দিকে ৮ কলাম জুড়ে এবং তিন ইঞ্চি প্রস্থের একটি বিজ্ঞাপন প্রকাশিত হবে, যেখানে হিমোফিলিয়া বিষয়ে জনসচেতনতামূলক তথ্য দেয়া থাকবে।
৩. ১৭ই এপ্রিল রাত ৯ টায় চ্যানেল ২৪ (Channel 24)-এ একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আলোচনায় অংশগ্রহণ করছেন হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সম্মানিত সভাপতি বিগ্রে. জেনা. (অব.) এ কে মো. মোস্তফা আবেদীন, অধ্যাপক ডা. মো. সিরাজুল ইসলাম ও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় পরিচালক রক্তরোগ বিশেষজ্ঞ ডা. শফিউর রহমান। অনুষ্ঠানটির উপস্থাপনায় রয়েছেন ডাঃ গুলজার হোসেন।
৪. বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তর ও ঢাকা মেডিকেল কলেজ আয়োজিত সায়েন্টিফিক সেমিনারে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন বিগ্রে. জেনা. (অব.) এ কে মো. মোস্তফা আবেদীন।
এছাড়াও আদ্য ১৬ই এপ্রিল হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে অতিথি হিসেবে আমন্ত্রিত আছেন হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সম্মানিত সভাপতি বিগ্রে. জেনা. (অব.) এ কে মো. মোস্তফা আবেদীন ও সাধারণ সম্পাদক ডাঃ মোহাম্মদ আলী।
সোসাইটির পক্ষ থেকে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বিশ্ব হিমোফিলিয়া দিবস উজ্জাপনের জন্য আহবান জানানো হচ্ছে।
Last Updated on 16/04/2023 by Dr. Khaza Amirul Islam
Comments
১৭ এপ্রিল ‘বিশ্ব হিমোফিলিয়া দিবস’ — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>