হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ এর নতুন কার্যকরী কমিটির(২০২১-২৩) শপথ গ্রহণ
বাংলাদেশের রক্তরোগ বিশেষজ্ঞদের সংগঠন হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের নতুন কার্যকরী কমিটিরএর অভিষেক ও শপথগ্রহন অনুষ্ঠিত হয়েছে। ৩রা মার্চ হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর রুপসী বাংলা বলরুমে ২০২১-২৩ সেশনের নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ও শপথগ্রহণ অনুষ্ঠান হয়।
সোসাইটির নেতৃবৃন্দ, নির্বাচন কমিশন, সোসাইটি অব হেমাটোলজি বাংলাদেশের আজীবন সদস্য ও হেমাটোলজি বিভাগের বিভিন্ন স্তরের ছাত্রসহ শতাধিক রক্তরোগ বিশেষজ্ঞ এর অংশগ্রহণে উৎসবে রূপ নেয় এ অভিষেক অনুষ্ঠান। প্রথমেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ডাঃ খাজা আমিরুল ইসলাম। এর পর বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন সদ্যপাশকৃত রক্তরোগ বিশেষজ্ঞ ডাঃ মিনতি পাল, ডাঃ নিশাত মেহজাবিন, ডাঃকাজী মুহাম্মাদ কামরুল ইসলাম ও ডাঃ মোঃ মাহাবুবুল আলম।
নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ জাহিদ মাহমুদ। এরপর বিদায়ী সভাপতি ডাঃ মোঃ মাহাবুবুর রহমান তাঁর বিদায়ী বক্তব্য রাখেন। তিনি নতুন কমিটিকে স্বাগত জানিয়ে নেতৃত্বের বদলে সংগঠনে গতিশীলতা আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচনে মোট ৩৩ জন প্রার্থী বিভিন্ন পদে প্রার্থী হয়েছিলেন। তাদের মধ্যে দপ্তর সম্পাদক পদে ডাঃ সাক্বি মোঃ আব্দুল বাক্বি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে নির্বাচনের জন্য মোট ১২১ জন ভোটারের মধ্যে ১০১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।ভোটের ফলাফল অনুসারে নিম্নবর্নিত প্রার্থীদেরকে চূড়ান্ত ভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
সভাপতি : অধ্যাপক মোঃ আব্দুল আজিজ
সহ-সভাপতি : ১. কর্ণেল (অবঃ) আব্দুল হাই, ২. অধ্যাপক আলমগীর কবির
সাধারণ সম্পাদক : অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম
যুগ্ম সাধারণ সম্পাদক : ১. ডাঃ এম মুর্শেদ জামান মিঞা, ২. ডাঃ মোঃ আদনান হাসান মাসুদ
কোষাধ্যক্ষ : ডাঃ আমিন লুৎফুল কবির
সংগঠনিক সম্পাদক : ডাঃ মোহাম্মদ ওয়াসিম
বিজ্ঞান বিষয়ক সম্পাদক : ডাঃ জুলফিয়া জিনাত চৌধুরী
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক : ডাঃ মুজাহিদা রহমান
প্রচার ও প্রকাশনা সম্পাদক : ডাঃ মোঃ কামরুল হাসান
দপ্তর সম্পাদক : ডাঃ সাক্বি মোঃ আব্দুল বাক্বি
সদস্য : ১. ডাঃ মুনিম আহমেদ, ২. ডাঃ হুমায়রা নাজনীন, ৩. ডাঃ মুহাম্মদ নুরুল ফরহাদ, ৪. ডাঃ নাসীব মুহাম্মদ ইরশাদুল্লাহ্, ৫. ডাঃ মাহবুবা শারমীন, ৬. ডাঃ মোঃ কামরুল হাসান, ৭. ডাঃ খাজা আমিরুল ইসলাম
এই কমিটি আগামী দুই বছরের জন্য হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সামগ্রিক কার্যক্রম পরিচালনা করবে।
Last Updated on 05/08/2021 by Editorial Staff
Comments
হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ এর নতুন কার্যকরী কমিটির(২০২১-২৩) শপথ গ্রহণ — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>