হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ এর নবনির্বাচিত কমিটির (২০২৫-২০২৭) দায়িত্বভার গ্রহণ
১৩ মার্চ ২০২৫ তারিখ, রোজ বৃহস্পতিবার হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ-এর বিদায়ী নির্বাহী কমিটি (২০২৩-২০২৫) এবং নবনির্বাচিত নির্বাহী কমিটি (২০২৫-২০২৭)-এর এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিদায়ী কমিটি আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
নবনির্বাচিত কমিটি সোসাইটির কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সোসাইটির লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার করেন। অন্যদিকে, বিদায়ী কমিটি নবনির্বাচিত কমিটিকে তাদের সার্বিক সহযোগিতা ও সমর্থন দেওয়ার আশ্বাস দেন।
Last Updated on 15/03/2025 by Abdullah Al Mosabbir
অভিনন্দন জানাই সবাইকে। আশা করছি হেমাটোলজি বিভাগের উত্তরোত্তর উন্নতির আমরা সবাই একসাথে কাজ করব।