বিশ্ব হিমোফিলিয়া দিবস ২০২৫ উদযাপন করল হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ
হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ বরাবরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় বিশ্ব হিমোফিলিয়া দিবস ২০২৫ উদযাপন করেছে। দিবসটি উপলক্ষে আজ সকাল ৮টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শাহিনুল আলম বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন।
সোসাইটির সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আদনান হাসান মাসুদের নেতৃত্বে র্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ‘ডি ব্লক’-এর সামনে এসে শেষ হয়।
র্যালি-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি মাননীয় উপাচার্য, সোসাইটির সভাপতি অধ্যাপক ডাঃ আমীন লুৎফুল কবীর, হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের সভাপতি নাজমুল আলম, এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ আরিফ। বক্তাগণ হিমোফিলিয়া ও অন্যান্য রক্তক্ষরণজনিত রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত ও নির্ভুল রোগনির্ণয় এবং সময়োপযোগী চিকিৎসার উপর গুরুত্ব আরোপ করেন।
পরে সকাল ১০:৩০টায় হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ, রোস বাংলাদেশ লিমিটেড-এর সহযোগিতায় ঢাকা ক্লাবে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
বৈঠকে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ডাঃ মোঃ আক্তার হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডাঃ শাহ আলী আকবর আশরাফী, পরিচালক (হাসপাতাল) ডাঃ আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান, স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনার লাইন ডিরেক্টর ডাঃ মোঃ জয়নাল আবেদীন টিটো এবং অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণের লাইন ডিরেক্টর ডাঃ সৈয়দ জাকির হোসেন।
বৈঠকে হিমোফিলিয়া রোগীদের জন্য কেন্দ্রীয় রেজিস্ট্রি প্রণয়ন, গাইডলাইন চূড়ান্তকরণ এবং স্বল্পমূল্যে জরুরি ওষুধ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে বাস্তবমুখী আলোচনা হয়।
পরে একই স্থানে একটি বৈজ্ঞানিক অধিবেশনের আয়োজন করা হয়। উক্ত অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র হেমাটোলজিস্ট অধ্যাপক এবিএম ইউনূস এবং অধ্যাপক সালমা আফরোজ। অধিবেশনে হিমোফিলিয়া রোগীদের সর্বোত্তম চিকিৎসা, শল্য চিকিৎসা নির্দেশনা এবং জীবনযাত্রার মান উন্নয়নের বিষয়ে তিনটি গবেষণাপত্র উপস্থাপন ও আলোচনা করা হয়।
বিশেষজ্ঞ আলোচক হিসেবে অধিবেশনে অংশ নেন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক মোঃ আব্দুস শাকুর ও অধ্যাপক মোঃ মনিরুজ্জামান এবং হেমাটোলজিস্ট অধ্যাপক অখিল রঞ্জন বিশ্বাস ও ডাঃ জান্নাতুল ফেরদৌস।
এছাড়াও, রাজশাহী মেডিক্যাল কলেজ, সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ, ঢাকা মেডিক্যাল কলেজসহ দেশের বিভিন্ন সরকারী ও বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্যভাবে পালিত হয়েছে।
Last Updated on 25/04/2025 by Abdullah Al Mosabbir
Comments
বিশ্ব হিমোফিলিয়া দিবস ২০২৫ উদযাপন করল হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>