বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বিশ্ব লিম্ফোমা সচেতনতা দিবস ২০২৫
বিশ্বজুড়ে প্রতি বছর ১৫ সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব লিম্ফোমা সচেতনতা দিবস। এর উদ্দেশ্য হলো, লিম্ফোমা বা লসিকাগ্রন্থির ক্যান্সার সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি, দ্রুত শনাক্তকরণ ও আধুনিক চিকিৎসা পদ্ধতির গুরুত্ব তুলে ধরা।
এই উদ্দেশ্যকে সামনে রেখে, আজ সোমবার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের যৌথ উদ্যোগে যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়।
দিনের কর্মসূচির শুরুতে সকাল ৮:১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এই র্যালির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. শাহিনুল আলম। এ সময় উপস্থিত ছিলে প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক আবুল কালাম আজাদ। র্যালিটি সঞ্চালনা করেন হেমাটোলজি সোসাইটির সাধারণ সম্পাদক ডা. মো. আদনান হাসান মাসুদ। র্যালিতে অংশ নেন দেশের খ্যাতনামা হেমাটোলজিস্ট, শিক্ষক-শিক্ষার্থী, রোগী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
এরপর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে এক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. শাহিনুল আলম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনজন বিশিষ্ট বক্তা। এছাড়া সোসাইটির পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক ডা. মো. আদনান হাসান মাসুদ এবং সভাপতি অধ্যাপক ডা. আমীন লুৎফুল কবীর। বৈজ্ঞানিক সেমিনারে সভাপতিত্ব করেন হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রফিকুজ্জামান খান। অনুষ্ঠানে চিকিৎসক, শিক্ষার্থী এবং সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, লিম্ফোমা যদি প্রাথমিক পর্যায়ে সনাক্ত করা যায়, তাহলে আধুনিক চিকিৎসার মাধ্যমে এর সফল চিকিৎসা সম্ভব। এজন্য জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং উন্নত চিকিৎসা সুবিধা নিশ্চিত করাই এখন সময়ের দাবি।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, লিম্ফোমা সম্পর্কে সমাজে এখনও অনেক ভুল ধারণা বিদ্যমান। চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির ফলে বর্তমানে অনেক উন্নত ও কার্যকর চিকিৎসা পদ্ধতি রয়েছে। তাই এই রোগ শনাক্তের পর হতাশ না হয়ে, দ্রুত চিকিৎসা গ্রহণ করা জরুরি।
Last Updated on 20/09/2025 by Abdullah Al Mosabbir
Comments
বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বিশ্ব লিম্ফোমা সচেতনতা দিবস ২০২৫ — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>