Comments

থ্যালাসেমিয়া : একটি ঘুমন্ত বিস্ফোরক — 2 Comments

  1. খুব সুন্দর আর্টিকেল হয়েছে। আমি একটু যোগ করতে চাই। বাহকে বাহকে বিয়ে যদি হয়েই যায় তাহলে বাচ্চা নেয়ার আগে অন্তত থ্যালাসেমিয়া পরীক্ষা করা জরুরী। যদি উভয়েই বাহক হয় তাহলে আর্লি প্রিনেটাল টেস্টিং করার সুবিধা এখন দেশে আছে। গর্ভস্থ ভ্রূণ আক্রান্ত হয়ে থাকলে সেই ভ্রূণ নষ্ট করার উপদেশ দেয়া হয় যা দেশের এবং মুসলিম আইনে নিষিদ্ধ নয়।

  2. স্যার,আমার সন্তান এই রোগে আক্রান্ত।আমি সামান্য চাকুরীজীবি।আমার দ্বারা এই ব্যয়বহুল চিকিৎসা করা অসম্ভব হয়ে দাড়িয়েছে।আমি কি আপনাদের দ্বারা কোন সহযোগিতা পেতে পারি।

Write A Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>