ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সফলভাবে সম্পন্ন
দীর্ঘ বিরতির পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সফলভাবে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট (BMT) সম্পন্ন হয়েছে। প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়ন শেষে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম গত অক্টোবর মাসে সংস্কারকৃত বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সেন্টারটির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর পুনরায় চালু হওয়া কর্মসূচির অধীনে প্রথম রোগী হিসেবে ১৮ বছর বয়সী মো. আকরাম হোসেনের অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সম্পন্ন করা হয়। তিনি রিফ্রাক্টরি ‘হজকিন লিম্ফোমা’ নামক একটি দুরারোগ্য ব্লাড ক্যান্সারে প্রায় দেড় বছর ধরে আক্রান্ত ছিলেন। সফল ট্রান্সপ্লান্টের পর প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে আজ তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ঢামেকের এ ট্রান্সপ্লান্ট কার্যক্রমের নেতৃত্ব দেন হেমাটোলজি ও বিএমটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. কামরুল হাসান। ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তাফিল করিমের নেতৃত্বাধীন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) বিএমটি ইউনিটের একটি বিশেষজ্ঞ টিম এই কার্যক্রমে সহযোগিতা করেন।
উল্লেখ্য, ঢামেকের নতুন ভবনে অবস্থিত বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিটটি ২০১৩ সালে দেশের প্রথম ট্রান্সপ্লান্ট সেন্টার হিসেবে এই জটিল সেবা প্রদান শুরু করে। তবে ২০২০ সালে করোনা মহামারির প্রাক্কালে এই কার্যক্রম স্থগিত হয়ে যায়। করোনা পরবর্তী সময়ে ২০২৩ সালে সেবাটি পুনরায় চালু হলেও অত্যাবশ্যক যন্ত্রপাতি অকার্যকর হয়ে পড়ায় ২০২৪ সালের শুরুতে তা আবার বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বর্তমান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী) অধ্যাপক সায়েদুর রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং হাসপাতাল কর্তৃপক্ষের নিরলস প্রচেষ্টায় সেন্টারটির পূর্ণ সংস্কার ও আধুনিকায়ন করে পুনরায় চালু করা সম্ভব হয়। ট্রান্সপ্লান্ট সেন্টারটির পুনরায় চালু হওয়াকে দেশের চিকিৎসা খাতের একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
Last Updated on 14/12/2025 by Abdullah Al Mosabbir


Comments
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সফলভাবে সম্পন্ন — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>