ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব সিএমএল দিবস ২০২৫ পালিত
সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ব ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া ( সিএমএল) দিবস ২০২৫ উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগ এবং হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের যৌথ উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
দিনের শুরুতে সকাল ৮:৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। কলেজের মাননীয় অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ কামরুল আলম বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, হেমাটোলজি ও বিএমটি ইউনিটের প্রধান, সহযোগী অধ্যাপক ডা. মো. কামরুল হাসান, ঢাকা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. ফারুক আহমদ, হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আমিন লুৎফুল কবির, সাধারণ সম্পাদক ডা. মো. আদনান হাসান মাসুদ, বৈজ্ঞানিক সম্পাদক ডা. মো. মনিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. আবদুল্লাহ আল মোছাব্বির, হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুমাইরা নাজনীন সহ অনেকে।
র্যালি শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক এসজিএম চৌধুরী হলে একটি বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে তিনজন বিশিষ্ট বক্তা সিএমএল রোগের সর্বশেষ চিকিৎসা, গবেষণার অগ্রগতি, রোগীদের দ্রুত শনাক্তকরণ এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করার প্রয়োজনীয় বিষয়গুলো উপস্থাপন করেন।
সেমিনারে সভাপতিত্ব করেন হেমাটোলজি ও বিএমটি ইউনিটের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক ডা. মো. কামরুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, ঢাকা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. ফারুক আহমদ এবং বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের মেম্বার সেক্রেটারি, সহযোগী অধ্যাপক ডা’ জাকারিয়া আল আজিজ ,হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ এর সভাপতি অধ্যাপক আমীন লুতফুল কবীর ও সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মো. আদনান হাসান মাসুদ।
অনুষ্ঠানে বক্তারা সিএমএল রোগীদের চিকিৎসা ব্যয় কমানো, সবার জন্য সমান চিকিৎসা নিশ্চিতকরণ এবং সচেতনতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপের ওপর গুরুত্ব আরোপ করেন। মূলত: র্যালি ও সেমিনারের মাধ্যমে এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসা ও গবেষণার উন্নয়নের জন্য দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
Last Updated on 24/09/2025 by Abdullah Al Mosabbir
Comments
ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব সিএমএল দিবস ২০২৫ পালিত — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>