টিএমএসএস-এ প্রথম সফল বোন ম্যারো ট্রান্সপ্লান্ট: উত্তরবঙ্গের স্বাস্থ্যসেবায় ঐতিহাসিক মাইলফলক
টিএমএসএস মেডিকেল কলেজ ও রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের আধুনিক চিকিৎসাসেবার পরিসরে নবসংযুক্ত টিএমএসএস হেমাটোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট (বিএমটি) সেন্টারে সফলভাবে প্রথম বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সম্পন্ন হয়েছে। এ অর্জন উত্তরবঙ্গের বিশেষায়িত স্বাস্থ্যসেবায় এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে, যা এ অঞ্চলের লাখো মানুষের জন্য বিশ্বমানের হেমাটোলজি চিকিৎসার দ্বার উন্মুক্ত করেছে।
গত ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে মাল্টিপল মাইলোমা রোগে আক্রান্ত রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা মোঃ মিজানুর রহমান (৫৯)-এর শরীরে এই জটিল বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সফলভাবে সম্পন্ন করা হয়। বর্তমানে রোগী নিবিড় চিকিৎসা পর্যবেক্ষণে সুস্থতার পথে রয়েছেন। এই সম্পূর্ণ চিকিৎসা কার্যক্রমের সমন্বয় করেন ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ, চিফ কনসালটেন্ট, টিএমএসএস হেমাটোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সেন্টার এবং কোঅর্ডিনেটর, হেমাটোলজি ও স্টেম সেল ট্রান্সপ্লান্ট, এভারকেয়ার হাসপাতাল ঢাকা। টিএমএসএস-এর মূল চিকিৎসক দলে ছিলেন ডা. খাজা আমিররুল ইসলাম, সহকারী অধ্যাপক ও প্রধান, টিএমএসএস হেমাটোলজি ও বিএমটি সেন্টার এবং ডা. আব্দুল্লাহ-আল-মাসুদ, বিভাগীয় প্রধান, ট্রান্সফিউশন মেডিসিন। পুরো কার্যক্রম তদারকি করেন টিএমএসএস-এর চিফ অব গ্র্যান্ড হেলথ সেক্টর ও ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রোটারিয়ান ডা. মোঃ মতিউর রহমান।
টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা প্রফেসর ড. হোসনে-আরা বেগম বলেন,“আমরা সব সময় বিশ্বাস করি—বিশ্বমানের চিকিৎসা সবার অধিকার, কোনো বিশেষ সুবিধা নয়। টিএমএসএস-এ প্রথম সফল বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সেই অঙ্গীকারেরই বাস্তব প্রতিফলন। এটি এই অঞ্চলের মানুষের জন্য আশা, আরোগ্য ও মর্যাদার প্রতিশ্রুতি।”
চার দশকের বেশি সময় ধরে আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যসেবায় মানবিক দর্শনকে গুরুত্ব দিয়ে কাজ করে আসছে টিএমএসএস। এই সাফল্যের মাধ্যমে টিএমএসএস হেমাটোলজি ও বিএমটি সেন্টার উত্তরবঙ্গের জটিল রক্তরোগ চিকিৎসার একটি প্রধান রেফারেল সেন্টার হিসেবে আত্মপ্রকাশের পথে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে শিশু লিউকেমিয়া ইউনিট এবং পূর্ণাঙ্গ থ্যালাসেমিয়া কেয়ার সেন্টার চালুর পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।
Last Updated on 26/12/2025 by Abdullah Al Mosabbir

Comments
টিএমএসএস-এ প্রথম সফল বোন ম্যারো ট্রান্সপ্লান্ট: উত্তরবঙ্গের স্বাস্থ্যসেবায় ঐতিহাসিক মাইলফলক — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>