ক্যান্সার কি ভালো হয়?
ডাঃ মোহাম্মদ কামরুজ্জামান
কারো ক্যান্সার হলে প্রথম যে প্রশ্নের সম্মুখীন হতে হয় তা হলো – “ভালো হবে কিনা বা ভালো হওয়ার সম্ভবনা কতটুকু”?
ক্যান্সার রোগী ভালো হওয়া নির্ভর করে কি ধরনের ক্যান্সার হয়েছে, কতটুকু বিস্তার করেছে, সঠিক সময়ে স্ট্যান্ডার্ড চিকিৎসা গ্রহণ, হাসপাতাল ফ্যাসিলিটি, আর্থিক সামর্থ্য ইত্যাদি।
ধনী গরীব বুঝে ক্যান্সার সহ অন্যান্য মরণব্যাধি হয় না। ধনী গরীব সবার জন্য চিকিৎসা এক। তবে এই চিকিৎসা কেউ পাচ তারকা হোটেলের মতো হাসপাতালে নিতে পারে আবার অবহেলিত সরকারী হাসপাতালেও নিতে পারে যদি জনবল ও অবকাঠামো থাকে।
ব্লাড ক্যান্সার রোগ নির্ণয়, চিকিৎসার প্রকৃতি নির্ণয়, চিকিৎসার ফলাফল কতটুকু হবে সেগুলো জানতে হরহামেশা যে টেস্টগুলো করতে হয় তা অত্যন্ত ব্যয়বহুল (কমপক্ষে ২০ হাজার থেকে ৫০ হাজার বা ক্ষেত্রবিশেষ ততোধিক)। এই টেস্ট গুলো ধনী গরীব সবার জন্যই প্রযোজ্য।
উদাহরণ হিসাবে একিউট লিউকেমিয়া (এএমএল বা এএলএল) নামক ব্লাড ক্যান্সারের জন্য রক্তের, বোনম্যারো বা অস্থিমজ্জার কয়েক ধরনের টেস্ট করে ৩ ধরনের রিক্স স্ট্রাটিফিকেশন করা হয়ঃ-
১). ফেভারেবল বা ভালো
২). ইন্টারমিডিয়েট বা মধ্যম
৩). আনফেভারেবল বা পোর বা খারাপ।
ভালো গ্রুপের চিকিৎসা আর মধ্যম ও খারাপ গ্রুপের চিকিৎসা ভিন্ন। তাই ধনী গরীব যেই হোক টেস্ট ছাড়া চিকিৎসা শুরু করা যুক্তিযুক্ত না। ক্যান্সার চিকিৎসা দীর্ঘ মেয়াদি এবং অত্যন্ত ব্যয়বহুল (লক্ষাধিক)।
চিকিৎসার আর্থিক যোগান চিকিৎসকের উপর বত্যয় না। এটার দ্বায়িত্ব রাষ্ট্রের, প্রতিষ্ঠানের বা ব্যক্তির।
Be practical, not to be emotional !
Last Updated on 06/07/2020 by Editorial Staff
Comments
ক্যান্সার কি ভালো হয়? — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>