হিমোফিলিয়া – একটি রাজকীয় অসুখ!
লিখেছেন ডাঃ খাজা আমিরুল ইসলাম
কথাটি অবাক হওয়ার মতো মনে হলেও এর পিছনে একটি ঐতিহাসিক কারণ রয়েছে। ইউরোপের রাজপরিবারগুলোর মধ্যে ১৯ ও ২০ শতকে এই হিমোফিলিয়া নামক রোগটি লক্ষ্য করা যায়। ইংল্যান্ডের রাণী ভিক্টোরিয়া ও তার কন্যা প্রিন্সেস এলিস ও প্রিন্সেস বিয়েট্রিস এর মাধ্যমে এই রোগটি স্পেন, জার্মানি ও রাশিয়ার রাজপরিবারের মধ্যেও ছড়িয়ে পড়ে।
ধারণা করা হয় যে, রাণী ভিক্টোরিয়া ছিলেন হিমোফিলিয়া বি রোগের বাহক এবং তার সন্তানদের মধ্যে প্রিন্স লিওপল্ড আক্রান্ত হন এবং প্রিন্সেস এলিস ও প্রিন্সেস বিয়েট্রিস হন এই রোগের বাহক।
প্রিন্সেস এলিস এর কন্যা আইরিন এর বিয়ে হয় জার্মান রাজপরিবারের প্রিন্স হেনরির সাথে এবং তার আরেক কন্যা এলিক্স এর বিয়ে হয় রাশিয়ান রাজপরিবারের জার নিকোলাস ২ এর সাথে।
আর প্রিন্সেস বিয়েট্রিস এর কন্যা ভিক্টোরিয়া ইউজেনি রাজা আলফনসো ১৩ কে বিয়ের মাধ্যমে এ রোগটি নিয়ে যায় স্পেনের রাজপরিবারের মধ্যে।
এজন্যই হিমোফিলিয়া রোগটি রাজকীয় অসুখ নামে খ্যাতি লাভ করে।
Last Updated on 16/07/2020 by Kamrul Hasan
Comments
হিমোফিলিয়া – একটি রাজকীয় অসুখ! — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>