বুক রিভিউঃ ‘থ্যালাসেমিয়া নির্দেশিকা ও চিকিৎসা রেকর্ড’ – একজন রোগীর দৃষ্টিতে
লিখেছেন শামিমা শারমিন মেমি
একজন থ্যালাসেমিয়া রোগীর জন্য একটি সঠিক দিক নির্দেশনা খুব গুরুত্বপূর্ণ । এই নির্দেশনা টি সঠিকভাবে মেনে চলার ফলে একজন থ্যালাসেমিয়া রোগী সুন্দর একটি জীবন অতিবাহিত করতে পারে। থ্যালাসেমিয়া এমন কোন রোগ নয় যে একবার দুবার চিকিৎসা নিলে ভাল হয়ে যাবে। এটি সারা জীবনের একটি রোগ। তাই এই জীবন একটু সহজ ও সুন্দর করতে প্রয়োজন একজন সুচিকিৎসক এর চিকিৎসা এবং নির্দিষ্ট একটি নির্দেশিকা । আমার অনেক সৌভাগ্য যে একজন মহান ডাক্তারের কাছে আমার। চিকিৎসা নেওয়ার সুযোগ হয়েছে। ডাঃ এম. মুর্শেদ জামান মিঞা স্যারের কাছে আমি দীর্ঘ সময় চিকিৎসা গ্রহন করছি। আল্লাহ আমাকে দীর্ঘ আয়ু দিয়েছেন। আর আমার এই জীবন টাকে সহজ ও সুন্দর হয়েছে মুর্শেদ জামান স্যারের চিকিৎসা ও নির্দেশনার জন্য। আর তাই থ্যালাসেমিয়া হওয়া সত্বেও আজ আমি অন্যদের মত করে জীবন উপভোগ করতো পারছি। আমি চাই থ্যালাসেমিয়া রোগীরা ভাল চিকিৎসা এবং একটি নির্দেশনা আওতাভুক্ত হয়ে সুস্থ জীবন যাপন করুক । আর এই চাওয়া টি আজ মনে হচ্ছে পুরন হল। হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ‘থ্যালাসেমিয়া নির্দেশিকা ও চিকিৎসা রেকর্ড’ বইটি পড়ে আমার খুব ভাল লেগেছে । থ্যালাসেমিয়া রোগীর জন্য একটি আদর্শ নির্দেশিকা হতে পারে । হেমাটোলজী সোসাইটি অব বাংলাদেশ এর জ্ঞানী গুনী বিশিষ্ট ব্যক্তিবর্গ যেমন নিজেদের দায়িত্ব ও কর্তব্যবোধ থেকে এটি প্রকাশ করেছেন ঠিক তেমনি একজন রোগী যখন এটি সঠিকভাবে মেনে চলবে তখনই এর স্বার্থকতা পাওয়া যাবে। আমি একজন থ্যালাসেমিয়া রোগী হয়ে অন্য থ্যালাসেমিয়া রোগী এবং রোগীর পরিবারের কাছে অনুরোধ করছি যে , এই নির্দেশিকা টি অনুসরণ করুন।
থ্যালাসেমিয়া নির্দেশকা ও চিকিৎসা রেকর্ড বইটি থেকে রোগী এবং রোগীর পরিবার যেসব বিষয়ে উপকৃত হবে সেগুলো হচ্ছে–
- থ্যালাসেমিয়া রোগ কি, কেন হয়, রোগের লক্ষন, রোগ প্রতিরোধ।
- থ্যালাসেমিয়া রোগের সঠিক চিকিৎসা পদ্ধতি।
- বোনম্যারো ট্রান্সপ্লান্ট সম্পর্কিততথ্য।
- থ্যালাসেমিয়া রোগীর জন্য নির্দেশিকা।
থ্যালাসেমিয়ারোগীদেরচিকিৎসাওএকান্তকরণীয়বিষয়:
- থ্যালাসেমিয়া রোগী কে নিয়মিত প্যাকড রেড সেল ব্লাড ট্রান্সফিউশন নিতে হবে ।
- হিমোগ্লোবিন ৭ এর নিচেথ্যালাসেমিয়া ট্রান্সফিউশন নিতে হবে।
আয়রন চিলেশন সংক্রান্ত রোগীর করণীয়:
- রোগী আয়রন চিলেশন এর জন্য নিয়মিত ওষুধ সেবন করতে হবে অথবা ইনজেকশন গ্রহন করতে হবে
- রোগী আয়রন চিলেশন শুরু করা হলে রোগীকে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম যুক্ত খাবার দিতে হবে। যদি খাবার থেকে চাহিদা পুরন না হয় তবে অবশ্যয় ক্যালসিয়াম ঔষধ খেতে হবে।
- রোগী কে ভিটামিন ডি যুক্ত খাবার দিতে হবে প্রয়োজনে ভিটামিন ডি ঔষধ খেতে হবে।
- বছরে একবার রোগীর দাত, চোখ, কান পরীক্ষা করতে হবে কারন আয়রন চিলেশনের ঔষধ এর পার্শ্ব প্রতিক্রিয়া এই অঙ্গের উপর হতে পারে।
- রোগীর বছরে একবার আলট্রা-সনোগ্রাফি করতে হবে যাতে লিভার , যকৃত ,কিডনী সার্বিক অবস্থা আগে থেকে বোঝা যায় সেই সাথে নির্দিষ্ট কিছু রক্তের পরীক্ষা নির্দিস্ট সময় পর পর করতে হবে ।
- বছরে একবার ইসিজি , প্রয়োজনে ইকো করতে হবে ।
- যেকোনো শারীরিক জটিলতা জনিত সমস্যায় আয়রন চিলেশন বন্ধ রাখতে হবে ।
রোগীর খাদ্য গ্রহনে করণীয় :
- আয়রন যুক্ত খাবার কম খেতে হবে।
- খাবার ১৫ মিনিট পরে এক কাপ লিকার চা খেতে হবে ।
- খাবার গ্রহনের ১ -২ ঘন্টা পরে আয়রন কম আছে এ ধরনের একটি ফল খেতে হবে। খাবার খাওয়ার সাথে সাথে ফল খেলে থ্যালাসেমিয়া রোগীদের আয়রন শোষন বেড়ে যায়।
- দুধ এবং দুগ্ধজাত খাবার আয়রন শোষণ কমায় এবং ক্যালসিয়াম ঘাটতি পুরন করতে সাহায্য করে।
- এ্যালকোহল, সয়াসস, ভিনেগার এসব রোগী শরীরে আয়রন শোষণ বাড়িয়ে দেয়।
রোগীর অন্যান্য বিষয়ে করণীয় :
- রোগী শারীরিক জটিলতা বিবেচনা করে যদি প্লীহা অপসারণের প্রয়োজন হয় তবে প্লীহা অপসারণ করতে হবে। প্লীহা অপসারণের পুর্বে রোগীর ৩ টি ভ্যাক্সিন যথা: pneumococcus , Haemophilus influenzae এবং Neisseria meningitides সম্পন্ন নিশ্চিত করতে হবে।
- প্লীহা অপসারণের পরবর্তী ৫ বছর পর পর Pneumococcus ভ্যাক্সিন টি গ্রহন করতে হবে এতে করে রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।
- রোগী হেপাটাইটিস- বি ভাইরাস এর ভ্যাক্সিন সমপন্ন করতে হবে।
- রোগীকে নিয়মিত একটি হাসপাতালে একজন রক্তরোগ বিশেসজ্ঞের কাছে পরামর্শ নিতে হবে।
“থ্যালাসেমিয়া নির্দেশকা ও চিকিৎসা রেকর্ড” বইটি প্রকাশ করার জন্য আমি হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ কে ধন্যবাদ জানাচ্ছি ।
Last Updated on 26/02/2022 by Kamrul Hasan
Comments
বুক রিভিউঃ ‘থ্যালাসেমিয়া নির্দেশিকা ও চিকিৎসা রেকর্ড’ – একজন রোগীর দৃষ্টিতে — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>