বিশ্ব MDS সচেতনতা দিবস
২৫ অক্টোবর ২০২১ বিশ্ব MDS সচেতনতা দিবস। MDS হচ্ছে এমন একটি রক্তরোগ, যা বয়স্ক ব্যক্তিদের রক্ত কমে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ। তবে তুলনামূলকভাবে কম বয়সেও এটি হতে পারে।
MDS কি?
MDS-র পূর্ণরূপ Myelodysplastic syndromes (মায়েলো ডিস্প্লাস্টিক সিন্ড্রোমস)। এই রোগে রক্তের কোষ (Blood cell)গুলো অস্বাভাবিক আকৃতির হয়ে যায়, সাধারণত সংখ্যায় কমে যায় এবং কাজও ঠিক মত করে না। ফলে, রক্ত তৈরী না হলে যে সমস্যাগুলো হয় রোগী সেই সমস্যাগুলো নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন।
MDS-এর লক্ষণ কি?
আমাদের রক্তে অনেক ধরণের উপাদান থাকে। এদের কাজগুলো মোটামুটি তিন ভাগে ভাগ করা যায়ঃ
১. অক্সিজেন বহন করা
২. জীবাণুর আক্রমণ প্রতিরোধ করা
৩. কোথাও আঘাত পেলে রক্তপাত বন্ধ করা
MDS হলে যে কোনোটি, যে কোনো দুইটি বা সবগুলো কাজেই ব্যাঘাত ঘটতে পারে।
অক্সিজেন পরিবহন কমে গেলে শরীর দুর্বল লাগে, রোগী অল্পতেই ক্লান্ত হয়ে যান। জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ কমে গেলে ঘন ঘন জ্বর বা ইনফেকশন হয়। অল্প আঘাতে বা বিনা আঘাতে রক্তপাত হতে পারে।
এর মধ্যে দুর্বলতার লক্ষণটিই সাধারণত প্রথমে দেখা যায়।
করণীয় কি?
MDS-র কোনো সুনির্দিষ্ট লক্ষণ নেই। যে লক্ষণগুলোর কথা বলা হলো সেগুলো আরও অনেক রক্তরোগেই হতে পারে। সাধারণত কোনো রোগীর দুর্বলতা বা জ্বর থাকলে বা অন্য কোনো সমস্যার জন্য রক্ত পরীক্ষা করতে দেয়া হলে একটা CBC রক্ত পরীক্ষা দেয়া হয় অথবা দেয়া উচিত। সেখানে যদি কোনো রক্তকোষের ঘাটতি থাকে, তাহলে রোগীর শরীরে রক্ত ভরার আগে হেমাটোলজিস্টকে দিয়ে কিছু পরীক্ষা-নিরীক্ষা করিয়ে নেয়া জরুরী।
MDS কেন এত গুরুত্বপূর্ণ?
MDS-র বিপদ হচ্ছে এটি পরিণতিতে খারাপ ধরণের ব্লাড ক্যান্সার, যেমন, Acute Myeloid Leukaemia (একিউট মায়েলয়েড লিউকেমিয়া)-য় রূপান্তরিত হতে পারে। এজন্য কারো রক্তস্বল্পতা পাওয়া গেলে, বিশেষ করে, বয়স্ক ব্যক্তিদের রক্তস্বল্পতা পাওয়া গেলে হালকাভাবে না নিয়ে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা দরকার। নিতান্ত বাধ্য না হলে শুধু রক্তের রিপোর্টের ওপর ভিত্তি করে রোগীকে রক্ত দেয়া উচিত নয়। এতে সময় নষ্ট হয় ও সুচিকিৎসা পাওয়ার সম্ভাবনা কমে আসে।
MDS-র চিকিৎসা কি?
MDS-র চিকিৎসা বহুবিধ। চিকিৎসা শুরু করার আগে নির্ধারণ করতে হয় রোগটা কতটা খারাপ; সেই অনুযায়ী চিকিৎসা দিতে হয়। কোনো কোনো রোগী অনেকদিন পর পর রক্ত নিয়ে ভালো থাকেন; কারও কারও দামী ওষুধপত্র লাগতে পারে; আগ্রাসী ধরণের MDS-এ ক্যানসারের মতো কেমোথেরাপি বা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন (Bone Marrow Transplantation, অস্থি মজ্জা প্রতিস্থাপন)-ও লাগতে পারে। তবে আশার কথা এই যে, আমাদের দেশে MDS-র অত্যাধুনিক চিকিৎসা সম্ভব।
Last Updated on 23/10/2021 by Naseeb Muhammad Irshadullah
Comments
বিশ্ব MDS সচেতনতা দিবস — No Comments
HTML tags allowed in your comment: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>